সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৈমুর। নাম তো শুনা হি হোগা। কী হঠাৎ করে নামটা শুনে কার কথা মনে পড়ল ? তৈমুর লং? যিনি মহম্মদ বিন তুঘলঘকে হারিয়ে দিল্লি দখল করেছিলেন তার কথা ভাবছেন তো? তবে কিন্তু সদ্যোজাত তৈমুর আলি খানের কথা বলছিলাম।
তৈমুর লং এর কথা ভেবে নাম রাখা হয়েছে কিনা ভাবছেন? না, তা জানা নেই। তবে করিনা কাপুর খান ও ছোটে নবাব সইফ আলি খানের সদ্যোজাত পুত্র সন্তানের নামও তৈমুর। আর একথা জানাজানি হতেই এনিয়ে টুইটারে শুরু হয়েছে নানান মশকরা। নিজেরাই দেখুন কে কি বলল…
Taimur been the most barbarian, the most savage murderer, the most dreaded invader in the history of India. regardless of faith, how can…
— हम भारत के लोग (@India_Policy)
Taimur Ali Khan ? Guess Aurangzeb or Khalil Sultan was already taken..?
— Paresh Rawal fan (@Babu_Bhaiyaa)
What a name to choose-Taimur-is remembered as a vicious conqueror,who razed ancient cities to ground/put entire populations to the swordRT
— RVAIDYA (@rvaidya2000)
In 2037
Boy- Hi my name is taimur Ali Khan Pataudi
Girl- I have a boyfriend— भाईसाहब (@Bhai_saheb)
saif and kareena took nawab status way too seriously and named the kid Taimur. cant wait for next one as Lakshmi bai.
— Singha (@heisenjit)
15 years later- :- Beta Sharma ji k bete ko tumse acche marks hai.
Taimur Ali Khan :- Papa uska naam bhi mjhse accha hai.— Bhaarat Kurda (@TheBhaarat)
তবে যে যাই বলুক না কেন। নিন্দুকেরা তো কত কথাই বলে। সেসবে কি পাত্তা দিতে আছে? বেবো আর ছোটে নবাব সেসবে পাত্তা দিচ্ছেনা না। তাঁরা তাঁদের পরিবারের নতুন সদস্যের অভ্যর্থনাতেই মেতে আছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.