সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ‘জলি এলএলবি-২’। আর মুক্তির ১২ দিনের মাথাতেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল সিনেমাটি। বুধবার টুইট করে ফিল্ম সমালোচক তরন আর্দশ একথা জানিয়েছেন। এরপরেই ছবির প্রশংসায় একের পর এক শুভেচ্ছায় ভরে যায় টুইটার। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়ে যায়, ‘জলি হিটস সেঞ্চুরি’ কথাটি।
crosses ₹ 100 cr on Day 12… [Week 2] Fri 4.14 cr, Sat 6.35 cr, Sun 7.24 cr, Mon 2.48 cr, Tue 2.45 cr. Total: ₹ 100.37 cr.
Advertisement— taran adarsh (@taran_adarsh)
সিনেমায় জগদীশ ওরফে জলি মিশ্রর ভূমিকায় অভিনয় করেন অক্ষয়। এছাড়া অভিনয় করেন সায়নী গুপ্ত, অনু কাপুর, হুমা কুরেশি প্রমুখরা। পরিচালক সুভাষ কাপুর। এটিই তাঁর প্রথম ছবি, যেটি ১০০ কোটির ক্লাবে ঢুকতে পেরেছে। এর আগে ২০১৩ সালে মুক্তি পেয়েছিল আরশাদ ওয়ারশি, বোমান ইরানি অভিনীত জলি এলএলবি। এই সিনেমাটি সেটিরই সিক্যুয়েল। তরন আদর্শের ঘোষণার পরে অনেকেই টুইট করে অক্ষয়ের প্রশংসা করতে থাকে।
Now Jolly is a big Brand ..Sir took it to another level ..JOLLY HITS CENTURY
— KHILADI KESHAV (@chetanlfc)
Akshay Kumar is really a gem for producers and industry! 4 Hits in 13 months!! JOLLY HITS CENTURY 👌
— Dipak Thakur (@dipak_rt)
Akshay Kumar has 7 100cr movies with 7 different directors, out of them 6 are debut 100cr movies of their directors’ 🙏🏼 JOLLY HITS CENTURY
— Pratik Dalvi. (@Dalviub14Pratik)
রুস্তম, হাউসফুল-থ্রি এবং এয়ারলিফ্টের পর অক্ষয়ের এই সিনেমাটিও বক্স-অফিসে দুর্দান্ত ব্যবসা করল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.