সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”ছেলে হবে না মেয়ে? পরীক্ষা করিয়েছো তোমরা?”
যেখানেই যাচ্ছেন, হালফিলে এই প্রশ্নটার মুখে পড়ছেন করিনা কাপুর খান এবং সইফ আলি খান! অন্তত, তেমনটাই দাবি করেছেন করিনা। গ্লোবাল সিটিজেন মুভমেন্ট ইভেন্ট নামে এক সমাজসেবী সংস্থার অনুষ্ঠানে এসে।
সম্প্রতি করিনা যুক্ত হয়েছেন এই সংস্থার সঙ্গে। কাজ করছেন শিক্ষার অধিকার, লিঙ্গবৈষম্যের মতো সমস্যাগুলোকে নিয়ে যা কুরে কুরে খাচ্ছে তৃতীয় বিশ্বকে। সেই সংস্থার অনুষ্ঠানে এসেই মুখ খুললেন করিনা। যাঁরা জানতে চাইছেন তাঁর ছেলে হবে না মেয়ে, তাঁদের এক হাত নিলেন!
”ব্যাপারটা কী বলুন তো? যেখানেই যাচ্ছি, এই প্রশ্নটার মুখে পড়তে হচ্ছে আমায়। সইফকেও সবাই এটাই জিজ্ঞেস করছে! ছেলে হোক বা মেয়ে- কী যায় আসে! আমি নিজে একজন মেয়ে, কাজেই কন্যাসন্তানে আপত্তি থাকবে কেন? তাছাড়া আমার মনে হয়, একজন ছেলে যা করতে পারত, আমি আমার মা-বাবার জন্য তার বেশিই করেছি”, সাফ জানিয়ে দিলেন করিনা!
তবে নিন্দুকরা মোটেও থামার মতো মানুষ নন! বকুনি খেয়েও তাঁরা বলে চলেছেন, লন্ডনে থাকার সময়েই ভ্রুণের লিঙ্গ পরীক্ষা করিয়ে নিয়েছেন নবাব দম্পতি। সেটা স্বীকার করছেন না মুখ ফুটে- এই তো ব্যাপার!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.