Advertisement
Advertisement

ছেলে আর নভ্যা প্রেম করছেন, জানেনই না শাহরুখ!

এবারে নভ্যা আর আরিয়ানের মুহূর্তটা একটু বেশিই অন্তরঙ্গ! শোওয়ার ঘরের ছবি দেখা যাচ্ছে যে!

Inside Photos: Navya Naveli Nanda & Aryan Khan Chilling In Bangkok
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 10, 2016 12:41 pm
  • Updated:August 12, 2021 7:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ইন্টারনেটে ভাইরাল হল অমিতাভ বচ্চনের নাতনি আর শাহরুখ খানের বড় ছেলের অন্তরঙ্গ মুহূর্তের ছবি!

Advertisement

তবে, এবারে নভ্যা আর আরিয়ানের মুহূর্তটা একটু বেশিই অন্তরঙ্গ! শোওয়ার ঘরের ছবি দেখা যাচ্ছে যে!
তার পরেও সবাই দাবি তুলছেন, ওঁরা শুধুই ভাল বন্ধু? প্রেম-ট্রেম বলে কিছুই নেই ওঁদের মধ্যে?
না কি সবাই ভুলে গিয়েছেন, ‘আমরা শুধুই ভাল বন্ধু’- এই কথাটা কখন বলে থাকে বলিউড?

navya1_web
যাক গে, আসুন, বরং চোখ রাখি এবারের পর্বে। স্কুলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে নভ্যা আর আরিয়ান মনের সুখে ঘুরে বেড়াচ্ছিলেন ইতি-উতি। আজ এই রেস্তোঁরায়, তো কাল সেই ক্লাব থেকে ছড়িয়ে পড়ছিল তাঁদের হুল্লোড়ের ছবি। সেই সব পেরিয়ে এবার তাঁরা রওনা দিয়েছেন ব্যাঙ্ককে। ছুটি কাটাতেই আর কী!

navya2_web
কিন্তু, সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছেন নভ্যা, তাতে সুইমিং পুলের ধারে দেখা যাচ্ছে আরিয়ানের পা। পাশে এক বান্ধবীকে ফ্রেম থেকে একটু ছেঁটে দিয়ে নিজের ছবি জুড়ে দিয়েছেন নভ্যা। ছবিতে লেখা, ‘বিরক্ত করবেন না’!
বন্ধুরাও গিয়েছেন না কি ওঁদের সঙ্গে?

navya3_web
আসলে হাজার হলেও সদ্য স্কুল পেরনো তো! তাই সঙ্গে রয়েছেন বন্ধুরাও! মনে করে দেখুন না, এই বয়সে আপনিও কি বন্ধুদের সঙ্গে নিয়ে ডেটে যেতেন না?
শাহরুখ খান যদিও বলছেন, তিনি এ সবের কিছুই জানেন না! তাঁর দাবি, ছেলের প্রেম নিয়ে কোনও খবর তাঁর কাছে নেই!
”আমায় ছেলে-মেয়েরা এ সবের খবর কিছুই জানায় না। ওদের মাকে বললেও বলতে পারে! তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত, আমি যে ভাবে রুপোলি পর্দায় প্রেম করি, তত দূর ওরা পৌঁছতে পারেনি”, জানিয়েছেন বাদশা!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস