সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবিতে তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে ফ্যানের কপালে জুটেছিল হাজতবাসের সঙ্গে পুলিশের মার!
বাস্তবটা কিন্তু একেবারেই আলাদা। পাক্কা ১৮০ ডিগ্রি উল্টো!
হয়েছে কী, সম্প্রতি ইন্দোনেশিয়া থেকে শাহরুখ খানের দুই সুন্দরী ফ্যান উড়ে এসেছিলেন মুম্বইতে। উদ্দেশ্য তো একটাই- প্রিয় তারকার সঙ্গে একবারটি দেখা করা!
শুরুটা যদিও ছিল ছবির মতোই! হলেই বা সুন্দরী বিদেশিনী, ‘মন্নত’-এর পাহারাদাররা তাঁদের পাত্তা দেবেন কেন! ফলে, যা হওয়ার, তাই হল! ‘মন্নত’-এর সামনে পাক খেতে খেতে গুচ্ছের পয়সা আর সময় নষ্ট হচ্ছিল দুই বিদেশিনীর।
তবে, তাঁরা একেবারে চুপচাপ বসে থাকেননি। একের পর এক টুইট করে অন্তত কয়েক সেকেন্ডের জন্য হলেও দেখা করার আবেদন জানিয়ে যাচ্ছিলেন শাহরুখ খানের কাছে।
টুইটের বহরটা দেখতেই তো পাচ্ছেন!
Your Jabra Fan from Indonesia, …Advertisement— Mutiara Ulfa Herlita (@mutiara_bolly)
I can’t cme back nw,nt whn ths tears r still fallng dwn everyday plez help me,i miss my country
— Mutiara Ulfa Herlita (@mutiara_bolly)
Mannat, I reach hre again.. Sunday, May 15, 2016 at 9.30 am. Plez help me I need u to stop my tears n I miss my country..
— Mutiara Ulfa Herlita (@mutiara_bolly)
Mannat, I reach hre again.. Sunday,May 15, 2016 at 10.10 am. Plez help me i need u to stop my tears,
— Mutiara Ulfa Herlita (@mutiara_bolly)
WE R AT MANNAT
— Mutiara Ulfa Herlita (@mutiara_bolly)
Mannat,8.18 pm,still waiting for ..
But u r right , patience is th key,Thanx to help me 🙂— Mutiara Ulfa Herlita (@mutiara_bolly)
Mannat,2 days waitng all day,slept in 3 diffrnt plce,limitd money,no eatng,alone,afraid plez help me
— Mutiara Ulfa Herlita (@mutiara_bolly)
স্বাভাবিক ভাবেই এক সময়ে ব্যাপারটা কানে গেল বলিউডের বাদশার।
তার পর?
তিনি বাদশার মতোই কাজ করেছেন। দেখা করেছেন ফ্যানের সঙ্গে। তাঁদের সঙ্গে একটু সময় কাটিয়েছেন।
আর উপহার হিসেবে কী দিলেন?
Just like a fairy tale… It always ends in happy ending…Thank u to hear my story
— Mutiara Ulfa Herlita (@mutiara_bolly)
মুটিয়ারা উলফা হারলিটার এই টুইট-ই তো সে কথা বলে দিচ্ছে!
খটকা শুধু একটাই! ‘জাবরা ফ্যান’ গৌরব টুইটারে ফলো করার কথা বলে গান গেয়ে নেচে বেড়াল দিল্লির পথে পথে। কাজেও সেটা করল না কেন?
তাহলেই তো আর পুলিশের মার খেতে হত না!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.