সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠোঁটকাটা বলে তাঁর সুনাম বা বদনাম আছে বলিপাড়ায়৷ তাঁর মন্তব্য নিয়ে যত সমালোচনাই হোক না কেন তিনি বরাবরই স্পষ্টবক্তা৷ নিজের সম্পর্ক হোক কিংবা সামাজিক কোনও ইস্যুতে মন্তব্য করতে তিনি পিছপা হন না৷ এবার সেভাবেই তিনি জানালেন, মেয়েদের দ্বিতীয় বিয়েতেই বা আপত্তি কীসের৷
শাবানা আজমি, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালন হয়ে বলিউডের নারীকেন্দ্রিক সিনেমার ব্যাটনটি যেন তাঁর হাতেই এসেছে৷ একই সঙ্গে নারীকেন্দ্রিক যে কোনও বিষয়ে মুখ খুলতেও দেখা যায় তাঁকে৷ সম্প্রতি এক ফ্যাশন শোয়ে শো-স্টপার হিসেবে দেখা যায় তাঁকে৷ বন্ধু ডিজাইনারের পোশাক নিয়ে মন্তব্য করতে গিয়ে জানান, ওর সঙ্গে আমার বিয়ের পোশাক নিয়েও কথা হয়েছে৷ আর তাঁর মন্তব্য, অবশ্য তিনি প্রথম বিয়ের কথাই বলছেন৷ অমনি পাল্টা প্রশ্ন ছুটে আসে, তাহলে কী একাধিক বিয়ের প্রতি ইঙ্গিত করছেন কঙ্গনা? তাঁর বোল্ড জবাব, কেন নয়? একবার যদি বিয়ে করা যায়, তাহলে দ্বিতীয়বারে আপত্তি কীসের!
বলিপাড়ায় তিনি যে ‘ব্রেন উইথ বিউটি’ তা সকলেই স্বীকার করে নেন একবাক্যে৷ এর আগে হৃতিক রোশনের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী৷ সেই সময় আর এক অভিনেতা তাঁর সম্পর্কে কটূ মন্তব্য করেছিলেন৷ আর তাঁর জবাবে তিনি সাফ জানিয়েছিলেন, এ আসলে নারী-পুরুষ বিভাজনের ফলাফল৷ কোনও মেয়ে কর্মক্ষেত্রে এগিয়ে গেলেই তাঁকে ‘বেশ্যা’ বলে দাগিয়ে দেওয়া হয়৷ তাঁকে কেউ ‘বেশ্যা’ বললে যে তাঁর কোনও আপত্তি নেই তা জানিয়ে দিয়েছিলেন৷ প্রকারন্তরে নারী স্বাধীনতার সপক্ষেই সওয়াল করেছিলেন কঙ্গনা৷ তাঁর এদিনের বক্তব্যেও থাকল সে ইঙ্গিতই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.