Advertisement
Advertisement

জন্মদিনের জাঁকজমকে বলিউডকে অবাক করলেন সলমন!

ক্লিক করে দেখে নিন পনভেলের খামারবাড়িতে নায়কের জন্মদিন পালনের একগুচ্ছ ছবি!

Have A Look On Salman Khan’s Birthday Bash
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 27, 2016 12:50 pm
  • Updated:December 27, 2016 12:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কত যেন বয়স হল তাঁর?

Advertisement

salman1_web
পাক্কা ৫০ বছর! জীবনের অর্ধেকেরও বেশি সময় পার করে ফেললেন তিনি। ফলে এই বছরে সলমন খানের জন্মদিনের জাঁকজমক অন্য বছরের তুলনায় যেন কিছু বেশিই মনে হল!

salman2_web
আগেই জানা গিয়েছিল, মুম্বইয়ের অনতিদূরে পনভেলের খামারবাড়িতে জন্মদিনের পার্টিটা দেবেন সলমন। প্রতি বছর সাধারণত এই খামারবাড়িটাকেই জন্মদিনের হুল্লোড়ের জায়গায় পরিণত করেন তিনি। কারণ একটাই- এই খামারবাড়িতে জায়গাও অনেক বেশি! সেই সঙ্গে মুম্বইয়ের বাড়ির চেয়ে এই বাড়িটা তাঁর বেশি প্রিয়! খুব প্রিয় বলেই এই বাড়িতে জন্মদিনের পার্টিতে ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয় আর বলিউডের দু-চারজন ছাড়া বিশেষ কউকে ডাকেনও না সলমন!

salman3_web
এবারের জন্মদিনটাও সেরকম আমন্ত্রিতদের সঙ্গেই কাটালেন সলমন। খুব পরিচিত মুখ বলতে সে পার্টিতে ছিলেন বিপাশা বসু আর করণ সিং গ্রোভার! আর চোখে পড়ল রেমো ডিসুজাকে। লুলিয়া ভান্টুরও হাজির ছিলেন পার্টিতে, সলমনের জন্য গানও গেয়েছেন তিনি! সবাই মিলে হইহই করে নেচেছেন, গেয়েছেন, হুল্লোড় করেছেন!

salman4_web
তবে সবচেয়ে বেশি হুল্লোড়টা হয়েছে জন্মদিনের কেক কাটার সময়। বরাবরই নায়কের জন্মদিনের কেকটা হয় দেখার মতো। এবারেও তার ব্যতিক্রম হল না। যদিও বিশাল বড়সড় কোনও কেক অর্ডার দেওয়া হয়নি সলমনের জন্য। বরং ছোট ছোট অনেকগুলো কেক আনা ছিল। যা সাজিয়ে তোলা হয়েছিল বিইং হিউম্যান সংস্থার নানা জিনিসের ছবি দিয়ে। এবং একেকটা কেক দেখতে ছিল একেকটা অক্ষরের মতো। পুরোটা সাজিয়ে রাখলে যাতে বিইং হিউম্যান লেখাটা ফুটে ওঠে ইংরেজিতে।

salman5_web
বলিউডের নিন্দুকরা যদিও সলমনের এই জন্মদিনের কেক নিয়ে একটা খেলো রসিকতা করেছেন! তাঁদের দাবি, বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখেই না কি এতগুলো ছোট ঠোট কেক একটার বদলে! আপনার কী মনে হয়? তাঁরা ঠিক বলছেন?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement