Advertisement
Advertisement

বলিউডের অন্দরে ফের এক সেক্স স্ক্যান্ডালের ছায়া!

নাগালে এল এক বলিউড তারকার ভাইয়ের যৌন এমএমএস! তার পর সেটা ভাইরাল হতে আর কত সময় লাগে!

Harman Baweja's cousin Johnny Baweja's intimate MMS leaked? Video goes viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2016 11:53 am
  • Updated:May 28, 2016 11:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন কেচ্ছার আদতে উপভোগ্য? না কি আঁতকে ওঠার মতো ব্যাপার?
সেই কূট প্রশ্ন দূরে রেখে বলাই যায়, অন্যের যৌন জীবন নির্লজ্জ ভাবে চোখের সামনে এলে পুকুরে একটা ঢিল পড়ার মতো ব্যাপার হয়। অনেকগুলো তরঙ্গ ওঠে।
বলিউডের সাম্প্রতিক সেক্স স্ক্যান্ডাল নিয়েও তাই হল! নাগালে এল এক বলিউড তারকার ভাইয়ের যৌন এমএমএস! তার পর সেটা ভাইরাল হতে আর কত সময় লাগে!
কিন্তু, এই বলিউড তারকাটি কে?

Advertisement

harman_webহরমন বাওয়েজা

তিনি হরমন বাওয়েজা। তাঁকে ভুলে যাননি তো? বলিউডের বিখ্যাত প্রযোজক হ্যারি বাওয়েজার ছেলে হরমন যতটা না অভিনয়ের জন্য, তার চেয়ে ঢের বেশি বিখ্যাত ডাকসাইটে নায়িকাদের সঙ্গে প্রেম করার জন্য! প্রিয়াঙ্কা চোপড়া, বিপাশা বসু- দুজনেই একটা সময়ে রীতিমতো চুটিয়ে প্রেম করেছেন হরমনের সঙ্গে।

সেই হরমনের ভাই জনি বাওয়েজার যৌন জীবন এবার এমএমএস হয়ে ছড়িয়ে পড়ল বাজারে। সেই জনি, যিনি বলিউডে পা রাখার আগেই জড়িয়ে পড়লেন বিতর্কে। বিতর্কিত সেই ভিডিওয় নজরে এল, বান্ধবীর সঙ্গে শরীর খেলায় মেতেছেন জনি।

johnny_webজনি বাওয়েজা

উঁহু, দুজনেই পোশাক পরেই রয়েছেন!

তাহলে কীসের অসুবিধে?
সমস্যা হচ্ছে, এমএমএস-টা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, জনি আর তাঁর বান্ধবী ছাড়াও সেই সময়ে ঘরে ছিলেন অন্য কেউ! তিনিই ভিডিওটা তুলেছেন!
ফলে, আপাতত নানা রকম প্রশ্ন উঠছে বলিউডের অন্দরে। ঠিক কী কারণে তোলা হল এমন ভিডিও?

johnny1_web
না কি নেহাতই এটা এক বিকৃত যৌনতা?
ভিডিওটা দেখুন তো! আপনার কী মনে হচ্ছে?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement