Advertisement
Advertisement
Yaariyan 2

বলিউডের প্রথম ছবিতে কতটা মন জয় করলেন যশ দাশগুপ্ত? পড়ুন ‘ইয়ারিয়া ২’-এর রিভিউ

দক্ষিণী ছবির অনুকরণে তৈরি এই ছবি।

Yash Dasgupta's first bollywood movie Yaariyan 2 Film Review| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 21, 2023 4:22 pm
  • Updated:October 21, 2023 4:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে কয়েক বছর ধরে এক অবাক করা ট্রেন্ড। দক্ষিণী ছবির দেদার ব্যবসা। বলিউড পরিচালকদের মাথায় একেবারে হাত পড়ে গিয়েছে ‘পুষ্পা’, ‘বাহুবলী’, ‘আর আর আর’ ছবির ব্যবসা দেখে। কিন্তু হঠাৎই হতাশ বলিউডে আশার আলো নিয়ে এল পাঠান, জওয়ান, গদর ২-এর মতো ছবি। আর দেখুন ঠিক এই সময়ই মুক্তি পেল মালায়লম হিট ছবি ‘বেঙ্গালোর ডেজে’র রিমেক ইয়ারিয়া ২। তাও আবার দুর্বল রিমেক।

Advertisement

২০১৪ সাল নাগাদ মুক্তি পায় ইয়ারিয়া। কয়েকটি গান ছাড়া ছবিটি একেবারেই দেখা যায় না। ইয়ারিয়া ২-এর ক্ষেত্রে তো গানও কাজ দেয়নি। মালয়ালম ছবির দুরন্ত চিত্রনাট্য বলিউডের হাতে পড়ে দুর্বল হয়ে ওঠে। আর যেটা ইয়ারিয়া ২ -এর সবচেয়ে দুর্বল জায়গা, তা হল ছবির অভিনেতারা। দিব্যা কুমার খোসলা, মেজান জাফরি, পার্ল ভি পুরী, প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার, ওয়ারিনা হুসেন কেউই জমাতে পারেননি। সবাই কেমন যেন একটা আড়ষ্ট। এমনকী, প্রথম বলিউড ছবিতে যশ দাশগুপ্তও খুব একটা কামাল দেখাতে পারলেন না। ‘ইয়ারিয়া ২’ তে তাঁর চরিত্রটা অনেকটাই ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের অরণ্যর মতো দেখতে লাগে। 

[আরও পড়ুন: সুদীপার বাড়ির উমা সাজেন সোনার গয়নায়, রূপোর অস্ত্র হাতে! ভোগে ইলিশ-মাংস]

সব মিলিয়ে ‘ইয়ারিয়া ২’ খুবই দুর্বল হাতে গড়া একটি ছবি। পরিচালক জুটি রাধিকা রাও, বিনয় সাপ্রু চেষ্টা করেছেন অনেক, কিন্তু অভিনেতাদের দুর্বল অভিনয়ের জন্য়ই যেন ‘ইয়ারিয়া ২’ আরও বেশি দুর্বল হয়ে পড়েছে।

[আরও পড়ুন: কোলে ‘বেবি রানাউত’, নবরাত্রির আবহে হাসপাতাল থেকে সুখবর দিলেন কঙ্গনা রানাউত]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ