সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান! গাঁটছড়া বাঁধলেন দীপিকা পাড়ুকোন-রণবীর সিং৷ ইতালির লেক কোমোর ভিলা দেল বালবিয়ানেও-র একটি বিলাসবহুল প্রাসাদে বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন ‘দীপ-বীর’ জুটি৷ কোঙ্কনি মতে বিয়ে সারলেন বলিউডের ‘বাজিরাও এবং মস্তানি’৷
Deepika Padukone and Ranveer Singh get married in Italy in a traditional Konkani ceremony. (File pic)
Advertisement— ANI (@ANI)
[ইতালিতেই কেন গাঁটছড়া বাঁধছেন রণবীর-দীপিকা? এই ১০টি কারণই নেপথ্যে]
বিয়ে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয় লেক কোমোতে৷ বিয়ের ছবি যাতে কোনওভাবেই বাইরে প্রকাশ না পায় সেই জন্য আসরে মোবাইল নিয়ে যাওয়ার অনুমতি ছিল না৷ সূত্রের খবর, বিয়ের আসরে উপস্থিত ছিলেন দু’জনের পরিবারের কাছের আত্মীয় ও সদস্যরা৷
দুই পরিবারের ৩০ থেকে ৪০ জন আত্মীয়ের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ে৷ সন্ধ্যায় সেখানে যাওয়ার কথা রয়েছে বলিউড বাদশা শাহরুখ খান ও পরিচালক সঞ্জয়লীলা বনশালির৷ আগামিকাল, ১৫ নভেম্বর সিন্ধি মতে আবারও বিয়ে হবে তাঁদের৷ তারপর মুম্বইতে হবে গালা রিসেপশন৷
Such a stunning gorgeous and beautiful couple!!!! Nazar utar lo! and !! Badhai ho !!! Love you both!!! Here’s to a lifetime of love and joy!❤️❤️❤️❤️❤️
— Karan Johar (@karanjohar)
[‘বিগ বস’-এর উপর বেজায় চটেছেন এই প্রতিযোগীর স্ত্রী, কেন জানেন?]
দীপিকার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভা মুদগল৷ বলিউডের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর পোশাকে বিয়ের আসরে উপস্থিত হন ‘ডিম্পল গার্ল’ দীপিকা৷ ‘দীপবীর’-এর বিছানা-সহ গোটা ভিলাই সাজিয়ে তোলা হয়েছে সাদা গোলাপ, লিলি এবং মোমবাতি দিয়ে৷ কয়েকদিন আগেই সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে তার এক ঝলক।
Italy: Visuals from Villa del Balbianello at Lake Como in Lombardy, the venue for the wedding ceremony of Deepika Padukone and Ranveer Singh. The duo is all set to get married today.
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.