সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনাক্ষী সিনহা কি অন্তঃসত্ত্বা? জাহির ইকবালের সঙ্গে ঘনিষ্ঠ বৃত্তে আইনি বিয়ে সারার পর গত একবছরে একাধিকবার এহেন প্রশ্নের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে ঢিলেঢালা পোশাকে সেই জল্পনাকে আরও একবার উসকে দিলেন শত্রুঘ্নকন্যা। ঘন ঘন নাকি ওড়না দিয়ে স্ফীতোদর ঢাকার চেষ্টা করছিলেন। আর ঠিক সেসময়েই স্বামী জাহির এমন কাণ্ড ঘটিয়ে বসলেন, যা সোনাক্ষীর মা হওয়ার জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি করল।
বুধবার রাতে রমেশ তৌরানির তারকাখচিত দিওয়ালি পার্টিতে যোগ দিয়েছিলেন জাহির-সোনাক্ষী। অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখাী যায়, অনুষ্ঠানের প্রবেশপথে ঢিলেঢালা আনারকলি পোশাকে সোনাক্ষী এগিয়ে যেতেই পিছন থেকে জাবির বলে ওঠেন- “দেখো, সামলে…।” স্বামীর কথায় প্রথমে কিছুটা হতবাক হলেও পরে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতে এগিয়ে যান। ঠিক সেসময়েই ওড়নায় ঢাকা সোনাক্ষীর ‘স্ফিতোদরে’ হাত দিতে দেখা যায় জাহির ইকবালকে। স্বামীর এহেন কাণ্ড দেখে আর হাসি চেপে রাখতে পারেননি সোনাক্ষী। রসিকতার ছলেই চপেটাঘাত কষান! পালটা জাহিরকে বলতে শোনা যায়, ‘আরে মজাই তো করছি!’ সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি ছবিশিকারিরা।
View this post on Instagram
জাহির-সোনাক্ষীর এহেন ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই অভিনেত্রীর মা হওয়ার জল্পনার পালে হাওয়া লেগেছে! একাংশ তো বলেই বসেছেন, এবার অন্তত সত্যিটা বলুন, আর কতদিন লুকিয়ে রাখবেন? কারও বা পরামর্শ, ‘অন্তঃসত্ত্বা হলে লুকনোর কী আছে এতে?’ কারও রসিকতা, সোনাক্ষী আপনার স্বামী তো হাটে হাঁড়ি ভেঙে দিলেন! যদিও কৌতূহলীদের নানা কথায় ‘দাবাং’ নায়িকা সম্প্রতি জানিয়েছিলেন, “আমি অন্তঃসত্বা নই। আগের তুলনায় মোটা হয়েছি, তাই আমাকে এরকম দেখাচ্ছে।” তবে রমেশ তৌরানির দিওয়ালি পার্টির ওই দৃশ্য ভাইরাল হতেই নেটভুবনের একাংশের প্রশ্ন, ‘জাহির কি ইচ্ছে করেই চলতি জল্পনায় সিলমোহর বসালেন?’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.