Advertisement
Advertisement
Salman Khan

শাহরুখের মতো আইপিএল টিম কিনবেন সলমন! কেরিয়ারের ভাটায় কী সিদ্ধান্ত ভাইজানের?

প্রস্তাব এসেছিল আগেই। এবার কি শেয়ানে শেয়ানে টক্কর?

Will Salman Khan Ever Own An IPL Team Like SRK? Actor Reveals
Published by: Sandipta Bhanja
  • Posted:August 11, 2025 7:47 pm
  • Updated:August 11, 2025 7:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোড়া থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ভারতের ক্রীড়াপ্রেমীদের উন্মাদনা চোখে পড়ার মতো। আর আইপিএল মানেই বক্সে, গ্যালারিতে সিনেজগতের তারকা সমাহার। শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্টাদের মতো বলিউডের প্রথমসারির তারকাদের আইপিএল টিম রয়েছে। অন্যদিকে অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন থেকে রণবীর কাপুরদের আবার ফুটবলের দিকে ঝোঁক বেশি। দীর্ঘদিন ধরেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিনোদুনিয়ায়। সেটা হল, শাহরুখের মতো খান সাম্রাজ্যের আরও দুই প্রতিনিধিকে কি কখনও আইপিএল-এর টিমের মালিক হিসেবে পাওয়া যাবে? সম্প্রতি এমন প্রশ্ন রাখা হয়েছিল সলমনের কাছে। কী জানালেন ভাইজান?

Advertisement

উল্লেখ্য, শাহরুখ-জুহির আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স নিয়ে যেমন অনুরাগী শিবিরে উন্মাদনা থাকে, তেমনই প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস দলকে নিয়েও উন্মাদনার অন্ত নেই। এই তিন তারকার সঙ্গেই কখনও কখনও স্ক্রিন শেয়ার করেছেন ভাইজান। তিনি কি কখনও আইপিএল দল কেনার কথা ভেবেছেন? কারণ সময় পেলেই পানভেলের ফার্মহাউসে দলবল নিয়ে ব্যাট-বল হাতে নেমে পড়েন সলমন। অতঃপর আইপিএল দল কেনার বিষয়ে তাঁর কোনও পরিকল্পনা রয়েছে কিনা? মনে তেমন প্রশ্ন উঁকি দেওয়া অস্বাভাবিক নয়! কী বলছেন সলমন?

এক বলিউড সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সলমন রসিকতা করে জানান, “আইপিএল টিম কেনার মতো বয়স নেই আর! বুড়ো হয়ে গিয়েছি।” এরপরই বোমা ফাটালেন ভাইজান। তাঁর মন্তব্য, “আসলে ২০০৮ সালে আমার কাছেও আইপিএল দল কেনার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি রাজি হইনি। তবে বিষয়টা এরকমও নয় যে আমি অনুশোচনায় ভুগছি। আমি মজাতেই রয়েছি। ক্রিকেট ম্যাচের স্কোরের দিকে নজর রাখলেও অদূর ভবিষ্যতে যে তাঁর দল কেনার কোনও পরিকল্পনা নেই, সেটা সাফ জানিয়ে দিলেন সলমন খান। তবে ক্রীড়াপ্রেম যে একেবারেই নেই তাঁর, সেকথাও বলা দায়! কারণ রসিক ভাইজান বলছেন, “আমি গিলি-ডান্ডা লিগ শুরু করব ভাবছি। সেটা চোর-পুলিশ লিগ হতে পারে কিংবা অনেক শিক্ষিত মানুষজন রয়েছেন, তাঁদের নিয়ে ডাক্তার-ডাক্তার খেলব।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ