সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৌদি করিনা কাপুর খানের পথেই হেঁটেছেন সোহা আলি খান। অন্তঃসত্ত্বা থাকাকালীন নিজের প্রতিটি মুহূর্তের ছবি পোস্ট করেছেন সোশ্যাল সাইটে। কোনও ছুটি নয়, যতটা সম্ভব কাজের মধ্যেই থেকেছেন সোহা। বাদ যায়নি পার্টি, শপিং কোনও কিছুই। দুদিন আগেই দাদা সইফ আলি খানের জন্মদিনের পার্টিতে নীল রঙের গাউনে সকলের নজর কেড়েছিলেন সোহা।
In august company! ❤️
Advertisement— Soha Ali Khan (@sakpataudi)
[মুক্তির অষ্টম দিনেই ‘টয়লেট এক প্রেম কথা’র সিক্যুয়েল ঘোষণা টুইঙ্কেলের]
এবার মুম্বইয়ে নিজের বাড়িতেই পার্টিমুডে হাসিখুশি সোহাকে দেখা গেল পরিবার আর বন্ধুদের সঙ্গে। আর আনন্দে থাকবেন নাই বা কেন, তাঁর বেবি শাওয়ার পার্টি বলে কথা। নতুন সদস্য আসতে হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। সন্তান আসার আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নিলেন নবাব নন্দিনী। তবে এই পার্টি ছিল শুধুমাত্র মহিলাদের জন্য। কিন্তু এই গার্লস পার্টির স্পেশ্যাল গেস্ট ছিলেন একজন ‘পুরুষ’। তিনি আর কেউ নন, তিনি হলেন তৈমুর আলি খান। নিজের সব থেকে পছন্দের ছবিটি সোহা পোস্ট করলেন টুইটারে। যেখানে তাঁর দিকে অবাক চোখে তাকিয়ে সাত মাসের ছোট্ট তৈমুর।
And finally my favourite picture of the day 😍
— Soha Ali Khan (@sakpataudi)
একই রকমের জ্যাকেট পরে এদিনের পার্টিতে সবচেয়ে নজরকাড়া ছিলেন করিশ্মা ও করিনা।
করিশ্মা করিনা ছাড়াও এদিনের পার্টিত ছিলে সোহার ইন্ডাস্ট্রির বন্ধু কঙ্কনা সেনশর্মা ও নেহা ধুপিয়া।
[এবার জানা গেল কেন বিয়ে করেননি সলমন খান!!!]
গোলাপি ফ্রকে বেশ মিষ্টি দেখাচ্ছিল হবু মাকে। নতুন সদস্যকে ওয়েলকাম জানাতে যে প্রস্তুত নবাব পরিবার, তা বলাই বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.