Advertisement
Advertisement
Vijay Deverakonda

হাসপাতালে বিজয় দেবেরাকোন্ডা, নতুন ছবি রিলিজের আগে কী হল দক্ষিণী সুপারস্টারের?

নতুন ছবি রিলিজের আগে চরম বিপাকে বিজয়!

Vijay Deverakonda hospitalised with dengue ahead of Kingdom release
Published by: Sandipta Bhanja
  • Posted:July 17, 2025 7:50 pm
  • Updated:July 17, 2025 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে বিজয় দেবেরাকোন্ডা। নতুন ছবি রিলিজের আগে মহাবিপাকে দক্ষিণী সুপারস্টার! বলিউড মাধ্যম সূত্রে খবর, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা। আর সেই জন্যই হাসপাতালে ভর্তি করাতে হয়েছে তাঁকে।

Advertisement

জানা গেল, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন বিজয়। দিন দুয়েক আগে সেই প্রেক্ষিতেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী ২০ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন দক্ষিণী তারকা। উল্লেখ্য, সামনেই বিজয় দেবেরাকোন্ডার পরবর্তী বিগ বাজেট সিনেমার রিলিজ। ‘কিংডম’ নিয়ে বেশ প্রচারও চালাচ্ছিলেন তিনি। তার মাঝখানেই অভিনেতার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর এল। যদিও বিজয় নিজে কিংবা তাঁর টিমের তরফে এখনও পর্যন্ত কোনওরকম বিবৃতি জারি করে এই খবর নিশ্চিত করা হয়নি। তবে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির অন্দরমহল মারফৎ এই খবর চাউর হয়েছে বলে জানা গিয়েছে।

এক ইনস্টাগ্রাম হ্যান্ডেলের পোস্ট থেকেই বিজয় দেবেরাকোন্ডার হাসপাতালে ভর্তির হওয়ার গুঞ্জনের সূত্রপাত। এদিকে আগামী ৩১ জুলাই মুক্তি পাচ্ছে বিজয়ের বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিংডম’। স্বাধীনতা উত্তর পর্বে সিংহল-তামিল সংঘাতের প্রেক্ষাপটে এই সিনেমা তৈরি হয়েছে। যে ছবিতে শরণার্থী সংকট দেখানো হবে। আগে জানা গিয়েছিল যে, ‘কিংডম’ মে মাসের ৩০ তারিখ রিলিজ হবে। কিন্তু এপ্রিল মাসের পহেলগাঁও সন্ত্রাসের আবহে সেই সিনেমা রিলিজ করতে মন সায় দেয়নি নির্মাতাদের। তাই সেটা পিছিয়ে প্রথমে ৪ জুলাই করা হয়। এবার রিলিজের নতুন দিনক্ষণ জানানো হয়েছে। আগামী ৩১ তারিখ প্রেক্ষাগৃহে আসছে বিজয় দেবেরাকোন্ডার ‘কিংডম’। এই সিনেমায় ভাগ্যশ্রী বোরসে এবং সত্যদেবও অভিনয় করেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement