Advertisement
Advertisement
Vaani Kapoor

হতে হয়েছে বর্ণবিদ্বেষের শিকার! ইন্ডাস্ট্রির ‘মুখোশ’ খুলতে সরব বাণী কাপুর

এই নিয়ে ঠিক কী বলেন বাণী?

Vaani Kapoor opens up about facing colour bias and body shaming in bollywood
Published by: Arani Bhattacharya
  • Posted:July 22, 2025 9:00 pm
  • Updated:July 22, 2025 9:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকা সন্তান না হলে বলিউডে নিজের জায়গা তৈরি করা যে বেশ কষ্টসাধ্য এই বিষয়ে দ্বিমত নেই। বিভিন্ন রকমের সমস্যার প্রসঙ্গ উঠে আসে বিভিন্ন সময়। এবার ইন্ডাস্ট্রির অন্দরের এই বিষয় নিয়েই মুখর হলেন অভিনেত্রী বাণী কাপুর। জানালেন, গায়ের রঙ কালো হওয়ার কারণে তাঁকে ঠিক কতটা হেনস্তা হতে হয়েছিল। কাজ পেতেও সমস্যা হয়েছিল বলে জানান সম্প্রতি অভিনেত্রী এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে। এই নিয়ে ঠিক কী বলেন বাণী?

Advertisement

অভিনেত্রী বলেন, “আমি দুধসাদা ফর্সা ছিলাম না একেবারেই। আর সেই কারণে বলিউডে নিজের জায়গা তৈরি করতে আমাকে বেশ বেগ পেত হয়েছিল। আমাকে এই কারণে সময়ে অসময়ে বর্ণবিদ্বেষের শিকারও হতে হয়েছিল। এই বিষয়টা খুবই কষ্ট দিত। তবে এই কথা আমার কানে সরাসরি আসেনি। বরং ইন্ডাস্ট্রির অন্যান্যদের মারফত কানে এসেছিল।” বাণী আরও জানান, “আমি এই জন্য কখনই আত্মবিশ্বাস ও নিজের উপর ভরসা হারাইনি। নিজের কাজের প্রতি নিষ্ঠা বজায় রেখে আমি আমার লক্ষ্যে অবিচল ছিলাম।”

বাণী এও জানান, “শুধু গায়ের রঙের জন্যই নয় আমার চেহারা নিয়েও নানা কটূক্তি আমাকে সহ্য করতে হয়েছে। আমি প্রচন্ড রোগা ছিলাম সেই কারণেও আমার কাজ পেতে ও বিভিন্ন চরিত্র পেতে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। এবারেও আমি কোনওরকম সিদ্ধান্ত বদল করিনি। নিজের চেহারা আমূল বদলে ফেলার কোনও পরিকল্পনাও আমি করিনি। কারণ আমার কাছে আমিই সেরা। আমিই সুন্দর। আমি যা আমি তাই থাকতে চেয়েছি।” উল্লেখ্য, বাণী কাপুরের আগামী থ্রিলার ঘরানার ছবি ‘মান্ডালা মার্ডার্স’ মুক্তি পাবে সামনেই। এই মুহূর্তে সেই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ