Advertisement
Advertisement
Urvashi Rautela

কাকাতুয়া ব্যাগ হাতে কান-এর কার্পেটে উর্বশী, ‘কিম্ভূত সাজে’ হতে হল দেদার ট্রোলড

অভিনেত্রীকে 'জোকার' বলতেও ছাড়লেন না নেটিজেনরা।

Urvashi Rautela trolled in Canne Film Festival
Published by: Sulaya Singha
  • Posted:May 14, 2025 3:14 pm
  • Updated:May 14, 2025 4:33 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রোলিং যেন তাঁর পিছু ছাড়ে না। কথা হচ্ছে মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলার। কখনও কার্যকলাপ কখনও আবার বেফাঁস মন্তব্যের জেরে ট্রোলিংয়ে জেরবার উর্বশী। এবারও তার ব্যতিক্রম ঘটল না। কান চলচ্চিত্র উৎসবে ‘কিম্ভূত সাজে’র জন্য আরও একবার অভিনেত্রীকে হতে হল কটাক্ষের শিকার। 

Advertisement

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে উর্বশীর সাজ দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের। মণিমুক্তো খচিত পোশাক, ব্যাগ, গয়নায় সেজে উঠেছিলেন উর্বশী এদিন। সোশাল মিডিয়ায় তাঁর সাজের ছবি ও ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। আর তারপর থেকেই কটাক্ষ ধেয়ে এসেছে তাঁর দিকে। কেউ বলেছেন, এমন পোশাক পরে ঐশ্বর্যর জুতোয় পা গলাতে চাইছেন উর্বশী।  কেউ আবার প্রশ্ন তুলেছেন তাঁর ফ্যাশন সেন্স নিয়ে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

এদিন উর্বশী সেজেছিলেন একটি রং বেরঙের অফ শোল্ডার গাউনে। হাতে নিয়েছিলেন একটি চারলাখের কাকাতুয়া ক্লাচ। নানা রঙের দামি পাথর দিয়ে বানানো উর্বশীর হাতের এই ক্লাচ তাঁর মতোই চর্চার কেন্দ্রবিন্দুতে। চর্চায় অভিনেত্রীর দামি পাথর দিয়ে বানানো মাথার মুকুট ও চড়া মেকআপও। যা নিয়েই নেটপাড়ায় ট্রোলের ঝড়। কেউ বলছেন তাঁকে ‘জোকার’। কারও নিশানায় আবার তাঁর ‘কিম্ভূত সাজ।’ তবে তাঁর এই সাজের প্রশংসা করেছেন ভূমি পেডনেকর।

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে ছবি ‘পার্টির অন জর’ ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন উর্বশী। ১৩ মে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবছরের কান চলচ্চিত্র উৎসব। কানের রেড কার্পেটে বিশেষ উপস্থিতি ছিল লিওনার্দো ডিক্যাপ্রিও, কোয়েন্টিন ট্যারেন্টিনো, রবার্ট ডি নিরো, ও জুরি প্রেসিডেন্ট জুলিয়েট বিনোচ প্রমুখের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ