Advertisement
Advertisement
উর্বশী

ফের টুইট বিতর্কে উর্বশী, এবার ‘প্যারাসাইট’ ছবির রিভিউ টোকার অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে

দু'টি টুইটের স্ক্রিনশট তুলে জোর সমালোচনা সোশ্যাল মিডিয়ায়।

Urvashi Rautela copies New York writer's Parasite review tweet
Published by: Bishakha Pal
  • Posted:April 2, 2020 3:57 pm
  • Updated:April 2, 2020 3:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। আবারও টুইট টোকার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এর আগে গিগি হাদিদ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট টোকার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার নিউ ইয়র্কের লেখক জন পল বামারের টুইট হুবহু টোকার অভিযোগ উঠেছে উর্বশীর বিরুদ্ধে। স্বয়ং লেখক দু’টি টুইটের স্ক্রিনশট তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

সম্প্রতি বং জোন হু’র অস্কারজয়ী ছবি ‘প্যারাসাইট’-এর রিভিউ লিখেছেন উর্বশী। নিজের টুইটারে তা পোস্টও করেন। তারপর থেকে ট্রোল হতে শুরু করেন তিনি। নেটিজেনরা বলতে শুরু করে আমেরিকার এক লেখকের থেকে হুবহু টোকা উর্বশীর এই রিভিউ। ৩ মার্চ নিউ ইয়র্কের লেখক জন পল বামার টুইটারে ছবিটিকে যেভাবে ব্যাখ্যা করেছিলেন, সেটাই ৩১ মার্চ টুকে দেন উর্বশী। নেটিজেনরা দু’জনের টুইট নিয়ে একের পর এক পোস্টও করতে থাকে।

এমনকী লেখকও সেই অভিযোগ তোলেন। কটাক্ষ করে তিনি এমনও বলেন, উর্বশী তাঁর টুইটে ব্যকরণটাও ঠিক করেননি।

[ আরও পড়ুন: বিতর্কিত অযোধ্যা ইস্যু নিয়ে ছবি তৈরি করছেন কঙ্গনা! ডুব দিয়েছেন ‘রামায়ণ’-এ ]

জানুয়ারি মাসেই অভিনেত্রী শাবানা আজমির দুর্ঘটনার পরও এমন অভিযোগ উঠেছিল উর্বশীর বিরুদ্ধে। অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট হুবহু টুকে দিয়েছেন তিনি। 

কিছুদিন আগে হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থের সঙ্গে সম্পর্কের কারণে খবরে আসেন উর্বশী রাউটেলা। ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া বাগদান পর্ব সেরেছেন বলিউড অভিনেত্রী নতাশা স্তানকোভিচের সঙ্গে। তার দিন কয়েক পরই ঋষভ পন্থও প্রকাশ্যে এনেছেন প্রেমিকা ইশা নেগিকে। জোড়া চমকে ক্রিকেট মহলে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। কারণ সময় বিশেষে দু’জনের সঙ্গেই সম্পর্কে ছিলেন উর্বশী।

[ আরও পড়ুন: লকডাউনে বন্ধ কাজ, মুম্বইতে থেকেও বাংলার ত্রাণ তহবিলে অর্থপ্রদান জিৎ গঙ্গোপাধ্যায়ের ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ