Advertisement
Advertisement
Urfi Javed

কালো অন্তর্বাসের উপর সেফটিপিনের পোশাক! ফের ভাইরাল উরফি জাভেদ

সম্প্রতি পর্ন ছবির অফার পেয়েছেন উরফি।

Urfi Javed Wears Dress Made Of Safety Pins Over A Black Lingerie | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 11, 2022 4:21 pm
  • Updated:April 11, 2022 4:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইরাল হওয়া থেকে উরফিকে (Urfi Javed) আটকায় কে! সোশ্যাল মিডিয়ায় এমন সব পোশাক পরে উরফি ছবি ও ভিডিও দেন, যা দেখে চক্ষুচড়ক নেটিজেনদের। কখনও শরীরে চাবি তোলা ঝোলানো, তো কখনও গায়ে জড়ানো শুধুই সোনালি ও রুপোলি শিকল। কখনও আবার টুপিস বিকিনি পরেই রাস্তায় হাজির হন। উরফির কাণ্ডে তো গোটা বলিউড একেবারে তটস্থ। তবে নিন্দুকদের মুখে ছাই ফেলে ছবি শিকারিদের কাছে সুপারহিট উরফি। ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যাও মন্দ নয়। তবে এবারটি যা করলেন সুন্দরী, তা কিন্তু সব কিছুকেই হার মানায়।

Advertisement

গপ্পোটা হল, উরফি তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, কালো অন্তর্বাস পরে রয়েছেন উরফি। আর তার ওপর দিয়ে জড়ানো সেফটিপিন দিয়ে তৈরি এক পোশাক। এরকমই এক পোশাক পরে ভিডিও আপলোড করে উরফি লিখলেন, ‘এই পোশাকটি একেবারেই সেফটি পিন দিয়ে তৈরি। যেটা বানাতে লেগেছে তিনদিন। দেখুন তো পছন্দ হয় কিনা।’

[আরও পড়ুন: ‘KGF চ্যাপ্টার ২’র রেকর্ড অগ্রিম বুকিং, দক্ষিণী ছবির দাপটেই পিছোল শাহিদের ‘জার্সি’র মুক্তি!]

উরফি নাকি সম্প্রতি পেয়েছেন পর্ন ছবিতে অভিনয়ের অফার। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উরফি জানান, ‘আমি জানি ফিল্ম ইন্ডাস্ট্রি কখনও আমাকে মেনে নেবে না। সম্প্রতি আমি একজন কাস্টিং ডিরেক্টর বলেছে, আমার ইমেজ নাকি এতটাই বাজে যে কেউ আমাকে ভাল প্রোজেক্টে কাস্ট করবে না। তবে আমি নাকি খুব সহজেই পর্ন ছবিতে কাজ পেতে পারি।’

Urfi Javed makes allegations against casting director

উরফি আরও বলেন, ‘আমার কাছে বেশ কিছু অ্যাডাল্ট ছবির অফারও এসেছে। তবে আমি এই ধরনের ছবিতে একেবারেই আগ্রহ নই। শুধুমাত্র খোলামেলা পোশাক পরার মানেই এই নয় যে আমি নীল ছবির নায়িকা। ‘

উরফির কথায়, ‘বলিউডের মূব ধারার ছবিতেই কাজ করতে চাই। আর অভিনয় ও চরিত্রের খাতিয়ে সবটাই করতে পারি!’

লখনউয়ে জন্ম উরফির। সেখানেই পড়াশোনা। ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। ওয়েব সিরিজেও অভিনয় করেছেন উরফি। ‘বিগ বস OTT’ শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: সব্যসাচীর ডিজাইনার লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসবেন আলিয়া! কোন থিমে সাজছে বাসর?]

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ