Advertisement
Advertisement

কাজে লাগছে না খোলামেলা পোশাক, ভাগ্য বদলাতে এবার নাম পরিবর্তন উরফি জাভেদের!

এভাবেই নাকি সিনেমায় সুযোগ পাবেন উরফি!

Urfi Javed reveals why she changed her name to Uorfi | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 30, 2022 9:12 pm
  • Updated:June 30, 2022 9:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইরাল হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারও বাড়ছে। আজব ফ্যাশনের পোশাক পরে বিতর্কেও জড়াচ্ছেন। তবে লাভের লাভ কিছু হচ্ছে না উরফি জাভেদের। না পাচ্ছেন কোনও সিনেমায় সুযোগ, না জুটছে রিয়্যালিটি শো! উরফির কপাল খুলবে কবে? উরফির মাথায় বহুদিন ধরে ঘুরছে এসব চিন্তা। আর তাই দেরি না করে, উরফি দ্বারস্থ হলেন জ্যোতিষীর কাছে। আর তাঁর কথা মেনেই নাম বদলে ফেললেন উরফি। যে উরফি আগে লিখতেন উরফি (Urfi), তিনি এখন থেকে লিখবেন উওরফি (Uorfi)।

Advertisement

নাম বদলে যাওয়ার পর উরফি থুড়ি উওরফি বললেন, ‘দেখি এবার যদি ভাগ্য বদলায়! যদি নতুন কাজের সুযোগ আসে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ফের বিপাকে রূপঙ্কর বাগচী, শিল্পীর নামে গান চুরির অভিযোগ তুলে থানায় গায়িকা ]

লখনউয়ে জন্ম উরফির। সেখানেই পড়াশোনা। ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। ওয়েব সিরিজেও অভিনয় করেছেন উরফি। ‘বিগ বস OTT’ শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি। তবে এখন উরফির খ্যাতি সোশ্যাল মিডিয়া স্টার হিসেবেই। তাই প্রায় প্রতিদিনই এমন কিছু একটা করে দেন, যে গোটা সপ্তাহ উরফিকে নিয়েই মত্ত থাকে গুঞ্জন পাড়া। তর্ক-বিতর্ক থেকে ব্যঙ্গ-বিদ্রূপ, সবই হয়। তবে তা নিয়ে বিশেষ মাথা ঘামান না অভিনেত্রী। তিনি নিজের কাজেই মগ্ন থাকেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ‘বলিউডের বহু অভিনেতা ঠিকঠাক হিন্দিই বলতে জানেন না!’ ফের বিস্ফোরক সোনা মহাপাত্র]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ