Advertisement
Advertisement
TRP

পুজোর আগের সপ্তাহে টিআরপি তালিকায় বড় চমক, শীর্ষে উঠে এল কারা?

পুজোর মরশুমে কোন ধারাবাহিক কোন স্থান দখল করল।

TRP LIST OF BENGALI SERIAL FOR THIS WEEK
Published by: Arani Bhattacharya
  • Posted:September 25, 2025 5:15 pm
  • Updated:September 25, 2025 5:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর ঠিক আগের সপ্তাহে টেলিপর্দার টিআরপিতে এল বেশ রদবদল। এসে গেল এই সপ্তাহের সেরা দশের তালিকা। এই সপ্তাহে প্রথম স্থান দখল করেছে একসঙ্গে একই স্লটের দুটি ধারাবাহিক। দেখে নেওয়া যাক কোন ধারাবাহিক কোন স্থান দখল করল।

Advertisement

এই সপ্তাহে প্রথম স্থান দখল করেছে যৌথভাবে ‘পরিণীতা’ ও ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। এই দুই ধারাবাহিকের এই সপ্তাহে প্রাপ্ত রেটিং ৬.৫। দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক, প্রাপ্ত রেটিং ৬.৩। তৃতীয় স্থানে রয়েছে যৌথভাবে ‘ফুলকি’ ও ‘চিরদিনই তুমি যে আমার’। এই দুই ধারাবাহিকের এই সপ্তাহে প্রাপ্ত রেটিং ৬.১। চতুর্থ স্থানে রয়েছে ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’, প্রাপ্ত রেটিং ৬.০। পঞ্চম স্থানে রয়েছে ‘আমাদের দাদামণি’ ধারাবাহিক, প্রাপ্ত রেটিং ৫.৯।

সেরা পাঁচ থেকে ছিটকে গিয়েছে এই সপ্তাহে বেশ কিছু ধারাবাহিক। পঞ্চম স্থানে রয়েছে ‘আমাদের দাদামণি’, প্রাপ্ত রেটিং ৫.৯। ষষ্ঠ স্থানে রয়েছে ‘রাঙ্গামতী তীরন্দাজ’, প্রাপ্ত রেটিং ৫.৮। সপ্তম স্থানে রয়েছে ‘চিরসখা’, প্রাপ্ত রেটিং ৫.৫। অষ্টম স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’, প্রাপ্ত রেটিং ৫.১। নবম স্থানে রয়েছে যৌথভাবে ‘কথা’ ও ‘তুই আমার হিরো’। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত রেটিং ৪.৯। দশম স্থানে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’, প্রাপ্ত রেটিং ৪.৬। তবে এই প্রতিযোগিতার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে শ্রুতি ও আরাত্রিকার ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা। এই ধারাবাহিকের শুরু থেকেই যে রকমের জনপ্রিয়তা তাতে টিআরপি-র দৌড়ে যে কোনও সময় এই ধারাবাহিক এগিয়ে যেতে পারে বলে ধারণা দর্শকের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ