সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালে উঠেই গায়ে হলুদ-নিমপাতার বাটা মেখে স্নান। তারপর নতুন বস্ত্র পরে সরস্বতী পুজো (Saraswati Puja)। বাড়ির পুজো কোনওমতে সেরে বাইরে বেরিয়ে পড়া। করোনা (Corona Virus) কালেও এই নিয়মের ব্যতিক্রম নেই। নতুন পাঞ্জাবি ও নতুন শাড়ি পরে বেরিয়ে পড়েছেন অনেকেই। এবার বাড়তি গয়না হিসেবে মুখে থাকছে মাস্ক। বাগদেবীর আরাধনায় মেতেছেন তারকারাও।
অন্ধকার সরিয়ে জ্ঞানের আলোয় আলোকিত হোক সকলের মন। বিদ্যার দেবীর কাছে এই প্রার্থনাই করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
View this post on Instagram
দেবী সরস্বতীর সাজে নিজের পুরনো ছবি ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে শেয়ার করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। শোনা গিয়েছে পুরনো এই ছবির জন্যই নেটদুনিয়ায় ট্রোলড হয়েছেন তিনি। শুধু শিক্ষা নয়, জ্ঞানের আলোয় মনকে আলোকিত করার কথা বলেছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)।
View this post on Instagram
ছবি টুইট করেছেন সায়নী ঘোষও (Saayoni Ghosh)। তাঁর পোস্ট করা ছবিতে আবার রয়েছেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকারের মতো তারকারা।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।। এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।। 💕
— saayoni ghosh (@sayani06)
All about 💕
— saayoni ghosh (@sayani06)
বাগদেবীর আরাধনায় মেতেছিলেন তৃণমূল নেতা অরূপ রায় এবং বিজেপি নেত্রী লকেট চট্টেপাধ্যায়ও।
সরস্বতী পুজো হয়েছে বলিউডের বচ্চন পরিবারেও। সেই ছবি টুইট করেছেন খোদ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ছবি পোস্ট করেছেন উস্তাদ আমজাদ আলি খান (Amjad ali khan)। বালির কারুকাজে দেবীর মূর্তি তৈরি করেছেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক (Sudarsan Pattnaik)।
T 3816 – घर में , सपरिवार , सरस्वती पूजन सम्पन्न ! 🙏
— Amitabh Bachchan (@SrBachchan)
May Goddess Saraswati bless you with the ocean of knowledge which never ends! Happy Vasant Panchami!
— Amjad Ali Khan (@AAKSarod)
Happy . May the Goddess of knowledge shower her divine blessings on everyone for success in life. My SandArt at Bhubaneswar airport .
— Sudarsan Pattnaik (@sudarsansand)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.