ছবি: ইনস্টাগ্রাম
শম্পালী মৌলিক: ‘বাড়িতে গরম হাওয়া চলছে’, পুজোর পরেও রমরমিয়ে চলছে তাঁর অভিনীত ‘যত কাণ্ড কলকাতাতেই’। তবু কেন সংবাদ প্রতিদিন ডিজিটালের মুখোমুখি হয়ে এ কথা বললেন ঋক চট্টোপাধ্যায়?‘যত কাণ্ড কলকাতাতেই’ তাঁর শুটিং করা প্রথম বাংলা ছবি। দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেয়েছে এবার পুজোয়। ফলে রীতিমতো উচ্ছ্বসিত নতুন প্রজন্মের অভিনেতা ঋক চট্টোপাধ্যায়। তাঁর আরও এক পরিচয়, অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়ের পুত্র ঋক। ফিরদৌসুল হাসান প্রযোজিত, অনীক দত্ত পরিচালিত ছবিতে তিনি রয়েছেন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে। সম্প্রতি ছবিটির সাফল্য উদযাপনের এক জমায়েত হয়ে গেল দক্ষিণ কলকাতার এক নামী রেস্তোরাঁয়। কথা হচ্ছিল অভিনেতার সঙ্গে। পুজো কেমন কাটল? জিজ্ঞেস করতে হেসে ফেললেন,‘বাড়িতেই ছিলাম। আড্ডা, গানবাজনা, খাওয়া-দাওয়া বেশ রাত অবধি চলছে। প্রায় আড়াই বছর আগে শুট করা এই ছবি, পুজোয় রিলিজ করেছে যা আমার বিরাট পাওনা। পুজোয় তো নিশ্চিত দর্শক পাওয়া যায়, পরিচালকের সঙ্গে প্রথম কাজ নিয়েও উত্তেজিত ছিলাম।’ অলোক বা অ্যালেকের চরিত্রে নজরে পড়েছেন ঋক। পুজোয় সাড়াও পেলেন বেশ ভালো, এমনই জানালেন।
প্রযোজক ফিরদৌসুল হাসান ছবিটি নিয়ে শুরু থেকেই আশাবাদী ছিলেন। ‘একদম সুররিয়াল অভিজ্ঞতা। অন্য কাজেও লোকে ভালো বলেছে কিন্তু এই ছবিটা লোকজন অর্গানিকালি দেখছে। ইনস্টাগ্রাম আর ফেসবুক, মেসেঞ্জারেও এত বার্তা পাচ্ছি কী বলব! হল ভিজিটেও সেলফি তোলার উৎসাহ’, বলছেন ঋক। তাঁর চরিত্রটি ১৯৬০ সালের, সেই সময়কার বাঙালিয়ানা-আভিজাত্যের ছাপ রয়েছে সেখানে। তাঁর সঙ্গে জুটিতে রয়েছেন মডেল-অভিনেত্রী রোজা পারমিতা দে। তাঁদের পেয়ার দর্শকের ভালো লেগেছে। ঋক নিজেই অনীক দত্তকে মেসেজ করেছিলেন বছর তিনেক আগে কাজ করতে চেয়ে। তারপর পরিচালকের কথামতো ভিডিও শুট করে পাঠান, যেটা ছিল ফেলুদার দৃশ্য। পরিচালক এবং ঋকের কমন কানেক্ট হল, দুজনেই সত্যজিৎ রায়ের ভক্ত। বিষয়টা ক্লিক করে যায়। তিনি সুযোগ পান ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিতে। অলোক বা অ্যালেকের সঙ্গে ঋকের কিছু মিলও আছে। যেমন গান শোনা, ট্রিংকাজে যাওয়া ইত্যাদি। তার নিজের দাদামশাই অনেকটা এভাবেই বিলেত থেকে ফিরেছিলেন। এমন চরিত্র নিজের পরিবারে দেখেছেন তিনি, ফলে ধরতে অসুবিধা হয়নি।
অন্যদিকে ঋকের মা দেবযানী অভিনয় করেছেন ‘দেবী চৌধুরানী’ ছবিতে। সেটাও এবারের পুজো-রিলিজ। এবং দর্শকের প্রশংসা পেয়েছে। তাঁর কি ছবিটা দেখা হয়েছে, জিজ্ঞেস করতে অভিনেতা বললেন, ‘এটা নিয়ে বাড়িতে গরম হাওয়া চলছে। মা আমার ছবিটা দেখে নিয়েছে। কিন্তু আমার এখনও দেখা হয়নি আমারটা এবং মায়ের ছবিটাও। আমরা ঠিক করেছি খুব শিগগির মা-বাবা-আমি মিলে যাব ছবিটা দেখতে।’ প্রসঙ্গত ঋক এখন মুম্বইবাসী। পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন সেখানে এবং অডিশন দিচ্ছেন হিন্দি কাজের জন্য। ঠিকঠাক সুযোগের অপেক্ষায় রয়েছেন। তবে তিনি আশাবাদী। বাংলায় ‘হইচই’ প্ল্যাটফর্মের জন্য একটি সিরিজে কাজ করেছেন তিনি কিছুদিন আগে। যার নাম ‘নিশির ডাক’। হরর ঘরানার গল্পে তাঁর সঙ্গে রয়েছেন সৃজা দত্ত। এছাড়াও একটি সিনেমার কথা চলছে তাঁর, ডিসেম্বর-জানুয়ারিতে কাজটি হতে পারে। চূড়ান্ত হলেই বলতে পারবেন, জানালেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.