Advertisement
Advertisement
Television News

‘রানিমা’র মুকুটে নয়া পালক, এই সপ্তাহের টিআরপি তালিকার শীর্ষে রাজনন্দিনীর ধারাবাহিক

নতুন পথচলায় প্রথম থেকেই উচ্ছ্বসিত ছিলেন অভিনেত্রী রাজনন্দিনী পাল।

Television News about rajnandini paul's new serial
Published by: Arani Bhattacharya
  • Posted:August 8, 2025 3:52 pm
  • Updated:August 8, 2025 3:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রানিমার মুকুটে যোগ হল নয়া পালক। টেলিভিশনে জার্নি শুরু করেই পরশুরামকে বলে বলে এই সপ্তাহে গোল দিয়েছে স্টার জলসার সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’। ইন্দ্রাণীকন্যার অভিনয় জীবনের প্রথম ধারাবাহিক। আর সেই নতুন পথচলা নিয়ে প্রথম থেকেই উচ্ছ্বসিত ছিলেন এই প্রজন্মের অভিনেত্রী রাজনন্দিনী পাল। ইতিমধ্যেই নিজের সোশাল মিডিয়াতে এই জার্নিতে সাফল্য নিয়ে নিজের দর্শককে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

অন্যদিকে, প্রতি সপ্তাহের লক্ষ্মীবারে প্রকাশিত হয় ছোট পর্দার ধারাবাহিকের ফলাফল। চলে হড্ডাহাড্ডি লড়াই। বিগত বেশ কিছু সপ্তাহ ধরেই সেরার শিরোপা জিতে নিচ্ছিল ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। অনস্ক্রিন তৃণা ও ইন্দ্রজিতের রসায়ন মনে ধরেছে দর্শকের। তবে সেই হাড্ডাহাড্ডি লড়াইতে এবার বেঙ্গল টপার হয়ে এগিয়ে গেল রাজনন্দিনীর ধারাবাহিক, যার প্রাপ্ত রেটিং ৭.১।

এই সপ্তাহে ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’ ছাড়াও সেরা পাঁচে রয়েছে ‘পরিণীতা’, প্রাপ্ত রেটিং ৬.৯। তৃতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’, প্রাপ্ত রেটিং ৬.৮। চতুর্থ স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’, প্রাপ্ত রেটিং ৬.৭। পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে ‘রাঙ্গামতী তীরন্দাজ’ ও ‘ফুলকি’, প্রাপ্ত রেটিং ৬.৪।

সেরা পাঁচ থেকে ছিটকে গিয়েছে ‘চিরসখা’, প্রাপ্ত রেটিং ৬.৪। ষষ্ঠ স্থানে রয়েছে চিরসখা’, প্রাপ্ত রেটিং ৬.২। সপ্তম স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’, প্রাপ্ত রেটিং৫.৭ , অষ্টম স্থানে যৌথভাবে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘গৃহপ্রবেশ’, প্রাপ্ত রেটিং ৫.১। নবম স্থানে রয়েছে ‘আমাদের দাদামণি’, প্রাপ্ত রটিং ৫.০। দশম স্থানে রয়েছে ‘কথা’ ধারাবাহিক, প্রাপ্ত রেটিং ৪.৭।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ