Advertisement
Advertisement
Mumbai

রং মাখানোর অছিলায় জড়িয়ে ধরে অশ্লীল স্পর্শ! সহ অভিনেতার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ অভিনেত্রী

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলেই জানায় পুলিশ।

Television actress allegedly harassed by co actor in Mumbai holi party
Published by: Sayani Sen
  • Posted:March 16, 2025 1:46 pm
  • Updated:March 16, 2025 1:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোলের পার্টিতে রং মাখানোর অছিলায় অশ্লীল স্পর্শ! সহ অভিনেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরব মুম্বইয়ের অভিনেত্রী। আম্বোলি থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন তিনি। ওই সহ অভিনেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ওই সহ অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

Advertisement

বছর উনত্রিশের ওই অভিনেত্রী বর্তমানে মুম্বইয়ে একাধিক সিরিয়ালে কাজ করেন। সম্প্রতি একটি বিনোদন চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গত শুক্রবার হোলি পার্টিতে অংশ নেন। সেখানে আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ছিলেন। অভিযোগ, বছর তিরিশের এক সহ অভিনেতা মদ্যপ অবস্থায় ওই হোলি পার্টিতে আসেন। রং মাখানোর অছিলায় দুর্ব্যবহার করেন। ওই সহ অভিনেতাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অভিনেত্রী। বাধ্য হয়ে হোলি পার্টিতে থাকা ফুচকার স্টলের পিছনে লুকনোর চেষ্টা করেন। অভিনেত্রীর দাবি, সেখানেও পৌঁছে যান সহ অভিনেত্রী। তাঁকে জাপটে ধরে অশ্লীলভাবে রং মাখান অভিযুক্ত। প্রতিবাদ করলে ওই সহ অভিনেতা বলেন, “আমি তোমাকে ভালোবাসি। আমি দেখবে তোমাকে পেতে কে বাধা দেয়।”

এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত অভিনেত্রী। বাধ্য হয়ে হোলি পার্টি ছেড়ে পাশে থাকা রেস্টরুমে চলে যান। সেখানে গিয়ে ফোনে এক বন্ধুকে ডেকে পাঠান। ওই বন্ধুর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। তাঁর সঙ্গে অভিযুক্তের উত্তপ্ত বাদানুবাদও হয়। হাতাহাতিও হয় একপ্রস্থ। এরপরই ওই অভিনেত্রী বন্ধুর সঙ্গে থানায় যান। গোটা ঘটনা পুলিশকে জানান। সহ অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫ (১)(আই) -সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলেই জানায় পুলিশ। অভিযুক্ত ওই সহ অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে বলেই খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ