সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী দেবলীনা দত্ত ও পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের সম্পর্কে ভাঙন নিয়ে বেশ কয়েক মাস ধরেই টলিপাড়া সরগরম। আট বছরের সম্পর্কে হঠাৎ কেন ভাঙন ধরল, তা নিয়ে খুব স্পষ্টভাবে মন্তব্য না করলেও, তথাগত ও দেবলিনা হাভেভাবে বুঝিয়ে দিয়েছেন, তাঁদের সম্পর্কে তিক্ততা এসেছে। এমনকী,শোনা যায় টলিউডের এক উঠতি নায়িকার সঙ্গে তথাগতর সম্পর্কের কারণেই নাকি এই বিচ্ছেদ। তবে প্রকাশ্যে এই নিয়ে মুখ খুলতে চাননি কেউই। তবে সম্প্রতি বর-কনে বেশে তথাগত ও দেবলিনা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় নতুন গুঞ্জন টলিপাড়ায়। তাহলে কী অতীতের তিক্ততা ভুলে ফের সম্পর্ক মধুর হতে চলেছে এই জুটির!
গপ্পোটা হল, বুধবার শহরের এক পোশাক বিপণনী সংস্থার হয়ে প্রচার সারলেন দেবলীনা ও তথাগত। সেখানে বর-কনে বেশে দেখা গেল এই তারকা জুটিতে। দেবলীনা পরেছিলেন লাল বেনারসি দিয়ে তৈরি লহেঙ্গা। সিঁথিতে সিঁদুর ও গায়ে বাহারি গয়নায় সেজে উঠেছিলেন দেবলীনা। আর তথাগতর পরনে বাহারি পাঞ্জাবি।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা (Debolina Dutta)। অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন তথাগতও (Tathagata Mukherjee)। পরে পরিচালনায় আসেন। শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন দু’জন। ব্যাপারটা কী? এ খবর প্রকাশ্যে আসতেই ফোন করা হয়েছিল অভিনেত্রীকে দেবলীনাকে। তিনি বলেন, “এ বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চাই।” একই কথা জানিয়ে ছিলেন তথাগতও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.