Advertisement
Advertisement
Tara Sutaria-Veer Pahariya

বীরের সঙ্গে সম্পর্কে তারা সুতারিয়া! পোস্ট সামনে আসতেই শুভেচ্ছার ঝড়

তারকা থেকে আমজনতা শুভেচ্ছায় ভরিয়েছেন জুটিকে।

Tara Sutaria-Veer Pahariya confirm about their relationship

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:August 31, 2025 6:35 pm
  • Updated:August 31, 2025 6:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন ধরেই তাঁদের সম্পর্কের জল্পনা চারিদিকে ঘুরছে। এর আগে এই নিয়ে নানা ইঙ্গিত দিলেও এবার গণেশ চতুর্থীতে সেই সম্পর্কে সিলমোহর দিয়েছে তাঁরা সুতারিয়া ও বীর পাহাড়িয়া। গণেশ চতুর্থীর মত একটা ভাল দিনকেই তাঁরা বেছে নিয়েছিলেন সোশাল মিডিয়ায় তাঁদের সম্পর্কে সিলমোহর দেওয়ার জন্য।

Advertisement

শনিবার সেই ছবিগুলি সোশাল মিডিয়ায় পোস্ট করে এই সুখবর ভাগ করে নেওয়ার পরই তারকা থেকে আমজনতা শুভেচ্ছা জানিয়েছেন জুটিকে। সেই তালিকায় রয়েছেন জাহ্নবী কাপুর, রাজকুমার রাও থেকে দিশা পাটানি প্রমুখ। এদিন এই পোস্টে রংমিলান্তি পোশাকে সেজেছিলেন তাঁরা ও বীর। দুজনেই সেজেছিলেন আইভরি রংয়ের শাড়ি ও শেরওয়ানি। সঙ্গে তারা সেজেছিলেন মানানসই গয়না মেকআপ ও হেয়ারস্টাইলে।

 

বহুদিন ধরেই ইণ্ডাস্ট্রির অন্দরে তারা ও বীরের সম্পর্ক নিয়ে বেশ জল্পনা চলছে। সোশাল মিডিয়ায় তাঁদের একে অপরের প্রতি বিভিন্ন প্রতিক্রিয়া দেখে কানাঘুষো সম্পর্কের জুল্পনা দানা বেঁধেছিল। চলতি বছরেই দিল্লিতে একটি অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটার সময়েই বীরের দিকে চুমু ছুঁড়ে দিয়েছিলেন তারা। তা দেখে তখনই নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছিল। তখন থেকেই তাঁদের সম্পর্কের নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও সেই সময় এই নিয়ে মুখ খুলতে নারাজ ছিলেন জুটি। এবার সেসবের পালা সাঙ্গ করে সম্পর্কে সিলমোহর দিলেন তারা ও বীর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ