সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে জনপ্রিয় তামিল কৌতুক অভিনেতা বিবেকের (Vivekh) মৃত্যু হল। আজ শনিবার সকালে চেন্নাইয়ের (Chennai) একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। শুক্রবার তাঁকে অচৈতন্য অবস্থায় বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। বৃহসস্পতিবার সকালে তিনি করোনার টিকা নিয়েছিলেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, করোনা টিকার নেওয়ার সঙ্গে তাঁর মৃত্যুর কোনও সম্পর্ক নেই।
বিবেক দক্ষিণ ভারতীয় সিনেমায় বেশ জনপ্রিয় একটি মুখ। রজনীকান্ত (Rajinikanta), কমল হাসানদের (Kamal Haasan) মতো প্রায় সব বড় অভিনেতার সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। শুক্রবার সকালে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
Tamil actor and comedian Vivekh passed away today at a hospital in Chennai where he was admitted after suffering a cardiac arrest yesterday.
(File photo)
— ANI (@ANI)
বিবেকের মৃত্যুর পর হাসপাতালের তরফে জানানো হয়, তাঁর একটি ধমনী ১০০ শতাংশ বন্ধ হয়ে গিয়েছিল। করোনারি অ্যাঞ্জিগ্রাম করা হয় পরে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, তাঁকে ইসিএও সাপোর্টের রাখা হয়েছে। যেখানে তাঁর শরীরে পাম্প করে অক্সিজেন এবং রক্ত দিতে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। আজ সকাল সাড়ে চারটা নাগাদ তাঁর মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে তিনি তামিলনাড়ুর স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে করোনা টিকা নেন। সাধারণ মানুষ যাতে করোনার টিকা নিতে আরও উৎসাহিত হন তার জন্য তিনি নিজেই এগিয়ে এসে এই কর্মসূচিতে অংশ নেন।
১৯৮৭ সালে তিনি সিনেমার পর্দায় পা রাখেন। তাঁর অভিনয় দক্ষতা খুব দ্রুত তাঁকে জনপ্রিয় করে তোলে। ২০০৯ সালে পদ্মশ্রী-সহ জিতে নিয়েছেন ছোট বড় একাধিক পুরস্কার। কিন্তু ২০১৫ সালে তাঁর ব্যক্তিগত জীবনে নেমে আসে শোকের ছায়া। মাত্র ১৩ বছর বয়সে তাঁর ছেলে মারা যায়। সেই শোকের ছায়া তার পরিবার পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই চলে গেলেন বিবেক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.