সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ভারতের নতুন প্রধানমন্ত্রী প্রয়োজন।” টুইটারে এমনই মন্তব্য করেছিলেন স্বরা ভাস্কর (Swara Bhasker)। তাতেই ক্ষিপ্ত নেটদুনিয়ার একাংশ। শুরু হয়ে গিয়েছে ট্রোলের পালা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে অভিনেত্রীর নাম।
বুধবার সাংবাদিক শেখর গুপ্তর টুইটের প্রেক্ষিতে এই মন্তব্য করেছিলেন স্বরা। নিজের টুইটে শেখর গুপ্ত (Shekhar Gupta) লিখেছিলেন, “মোদির নতুন টিম দরকার। অবশ্যই যদি পিএমও চায় দেশ এগিয়ে চলুক।” এই টুইট শেয়ার করে স্বরা লেখেন, “ভারতের নতুন প্রধানমন্ত্রী প্রয়োজন। যদি তাঁরা প্রিয়জনদের নিঃশ্বাসের অভাবে কষ্ট পেতে দেখতে না চান।”
স্বরার এই টুইটেই শোরগোল পড়ে যায়। অনেকেই অভিনেত্রীকে একহাত নেন। একজন লেখেন, “দুঃখিত ২০২৪ সালের আগে তা সম্ভব নয়। ততক্ষণ মানিয়ে নিতেই হবে।” আরেকজন আবার ভুল তথ্য ছড়ানোর জন্য স্বরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। “চিনের জন্যই সারা বিশ্ব শ্বাসকষ্টে ভুগছে বস… আর আমাদের প্রধানমন্ত্রী দেশটাকে বিকিয়ে দিচ্ছেন না আর শুধু সেই জন্যই আমাদের নতুন প্রধানমন্ত্রীর প্রয়োজন নেই”, স্বরা ভাস্করকে ট্যাগ করে একথাও লেখা হয়েছে।
Action needs to taken on this woman for speeding misinformation
— Sheetal Mansabdar Chopra (@SheetalPronamo)
Sorry but that can’t happen before 2024
Deal with it!
— Vagisha (@vagishasoni)
People are gasping for breath all over the world, thanx 2 ur Chinese boss.
And our PM is not selling national interests & just for that we will never want a new prime minister.
— Sanatan Women (@SanatanWomen)
Hojaega Swara ji aur boliye saath main do CM bhi dedu kya bilkul latest fresh stock aya hai Delhi aur MH ke liye.
— Crish Bhatia 🇮🇳 (@BhatiaCrish)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.