Advertisement
Advertisement
Swara Bhasker

প্যালেস্টাইনের সমব্যথী হয়ে পোস্ট, ‘পহেলগাঁওয়ের জন্য করেননি তো!’ নেটপাড়ার রোষানলে স্বরা

তাঁর কোন পোস্ট নিয়ে শুরু বিতর্ক?

Swara Bhasker trolled after her post about palestine
Published by: Arani Bhattacharya
  • Posted:June 17, 2025 2:19 pm
  • Updated:June 17, 2025 4:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামাজিক বিভিন্ন ইস্যুতে সোশাল মিডিয়ায় নানা মতামত পেশ করে নেটপাড়ায় বহুবার ট্রোলড হয়েছেন স্বরা ভাস্কর। তাঁর ক্ষেত্রে এটি নতুন কোনও বিষয় নয়। তবে এবার যেন সবকিছুর সীমা অতিক্রম করে গেল প্যালেস্টাইন নিয়ে এক্স হ্যান্ডেলে স্বরার একটি পোস্টের পরেই। যা দেখার পর থেকেই চটে লাল নেটিজেনরা। একাধিক প্রশ্ন তুলেছেন তাঁরা।

Advertisement

সম্প্রতি স্বরা তাঁর এক্স হ্যান্ডেলে গাজা ও প্যালেস্টাইন নিয়ে একটি পোস্ট করেন। সেখানে প্যালেস্টাইন ও গাজার পাশে থাকার বার্তা দেন তিনি। তাঁর পোস্টে লেখা, ‘অক্টোবর নয়, ১৯৪৮ সালেই শুরু হয়েছিল।’ প্যালেস্টাইনে সাম্প্রতিক কালে নয় বরং ১৯৪৮ সালেই যে যুদ্ধ শুরু হয়েছিল সেকথাই বোঝাতে চেয়েছেন স্বরা। অন্যদিকে আরও একটি ছবিতে তিনি জানিয়েছেন, ১৮ জুন, মুম্বইয়ের আজাদ ময়দানে গাজার পাশে থাকার জন্য বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের এক সমাবেশের কথাও। তারপর থেকেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন তিনি।

 

নিজের দেশের কঠিন পরিস্থিতিতে অর্থাৎ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে কোনও শোকবার্তা জানাননি অভিনেত্রী। সেই প্রসঙ্গ টেনে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘পহেলগাঁও কাণ্ডের পর এরকম সমব্যথী হননি তো?’ কেউ আবার লিখেছেন, ‘মুম্বই প্যালেস্টাইন নয়। প্যালস্টাইনের পাশে দাঁড়াতে হলে সেখানেই যান।’ কেউ আবার স্বরার উদ্দেশে কটাক্ষ করে লিখেছেন, ‘নিজের দেশের মর্মান্তিক পরিস্থিতিতে নিজের দেশের মানুষের জন্য এতটুকু মুখ খোলেননি। অথচ কয়েক হাজার কিলোমিটার দূরের দেশের জন্য আপনার এত কষ্ট। মনুষ্যত্ব বলে কিছু আছে?’ যদিও এহেন কটাক্ষ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি স্বরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ