Advertisement
Advertisement
2025 Bihar Assembly Election

প্রয়াত দাদার আবেগই ‘অস্ত্র’, বিহারের বিধানসভা ভোটে লড়ছেন সুশান্ত সিং রাজপুতের বোন

কোন দলের প্রার্থী হয়ে নির্বাচনী যুদ্ধে লড়ছেন প্রয়াত অভিনেতার বোন?

Sushant Singh Rajput's Cousin Divya Gautam Is Left's Candidate In Bihar Polls
Published by: Sandipta Bhanja
  • Posted:October 14, 2025 11:29 am
  • Updated:October 14, 2025 11:50 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের বিধানসভা ভোটের প্রার্থীতালিকায় বড় চমক! এবারের নির্বাচনী ময়দানে অন্যতম হেভিওয়েট নাম দিব্যা গৌতম। যিনি প্রয়াত সুশান্ত সিং রাজপুতের বোন। ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ে বলিউড অভিনেতার রহস্যমৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। ভূমিপুত্রের প্রয়াণ বড়সড় প্রভাব ফেলেছিল বিহারের রাজনীতিতেও। সুশান্তের মৃত্যুর পর এবার পঁচিশের বিধানসভা ভোটে বামদলের তরফে প্রার্থী করা হল তাঁর তুতো বোন দিব্যাকে।

Advertisement

সোমবারই দলের তরফে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে দিব্যা গৌতমের নাম ঘোষণা করা হয়েছে। পাটনা দিঘা বিধানসভা কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন প্রয়াত অভিনেতার মামাতো বোন। জানা গিয়েছে, দিব্যা বরাবর পড়াশোনার পাশাপাশি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকেছেন। দাদা সুশান্তের মৃত্যুর পরও ন্যায়বিচারের দাবিতে সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। ছাত্র রাজনীতিতে আইসার হয়ে যথেষ্ট পরিচিত মুখ ছিলেন। এবার সেই প্রাক্তন আইসা নেত্রীকেই পাটনার দিঘা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করল বিহারের সিপিআইএম লিবারেশন (ভাকপা-মালে)। সূত্রের খবর, বুধবার মনোনয়ন জমা দেবেন তিনি।

জানা গিয়েছে, পাটনা কলেজে সাংবাদিকতা নিতে পড়াশোনা করেছেন দিব্যা গৌতম। জার্নালিজম অ্যান্ড মাসকমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে তাঁর। পাটনার উইমেন’স কলেজে সহকারী অধ্যাপক হিসেবেও নিযুক্ত ছিলেন। এবার সরাসরি রাজনীতির ময়দানে পা রাখলেন সুশান্তের তুতো বোন। এবং ভোটে লড়ার কথা জানিয়েই দিব্যার হুঙ্কার, “আজকের রাজনীতি দেশের ধনীদের হাতের পুতুল হয়ে গিয়েছে, সাধারণ মানুষের কথা আর কেউ শোনে না।” পাশাপাশি সমাজ পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। দিব্যা গৌতম জানিয়েছেন, তিনি মানুষের পাশে দাঁড়াতে চান। বিশেষ করে যুব সমাজের কর্মসংস্থান, শিক্ষা ও নারীসুরক্ষা নিশ্চিত করতে চান তিনি। দিব্যার সাফ কথা, “আমি কোনও দলের হয়ে রাজনীতি করতে আসিনি, আমি মানুষের জন্য কাজ করতে চাই।” এদিকে ভাকপা-মালে দলের তরফে জানানো হয়েছে, দিব্যা গৌতমের মতো সাহসী ও শিক্ষিত মুখকে সামনে রেখে তারা সমাজে নতুন বার্তা দিতে চায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ