সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই নিজের প্রোফাইল পিকচার পালটেছিলেন সানি লিওন। ছবি দিয়েছিলেন নিজের ভাই সন্দীপ ভোহরার সঙ্গে। বর বেশে দিদিকে জড়িয়ে ছিলেন সন্দীপ। চলতি বছরেই লস অ্যাঞ্জেলসের এক গুরুদ্বারে গাঁটছড়া বেঁধেছিলেন করিশ্মা নায়ডুর সঙ্গে। সানির সঙ্গে একফ্রেমে ধরা দিয়েছিলেন করিশমা নিজেও।
Advertisement
বলিউডের সিজলিং বিউটি সানির চেয়ে কোনও অংশে কম যান না তাঁর ভ্রাতৃবধূ। বিয়ের পর থেকেই সে ছবি স্পষ্ট হয়েছে নেটদুনিয়ায়। রীতিমতো স্টাইলিশ অবতারে নেটিজেন মহলে ধরা দিয়েছেন করিশ্মা। আর তাঁর এই রূপ বেশ পছন্দ হয়েছে সোশ্যাল মিডিয়ার বাসিন্দাদের। কুড়ি হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে করিশ্মার।
[সাহিত্যে এত চরিত্র থাকতে কাকাবাবুকেই কেন বেছে নিলেন সৃজিত?]
নিজের এই ফ্যান ফলোয়িং বেশ উপভোগ করেন করিশ্মা। পেশায় ফ্যাশন ডিজাইনার হওয়ার সৌজন্যে তাঁর ফ্যাশন সেন্সও বেশ ভাল।
জেজির এথনিক ওয়্যার নামে পোশাক কোম্পানির মালকিন করিশ্মা। আর সন্দীপ বেশ নামকরা শেফ। ব্যস্ত শিডিউলের মাঝেও ছবি তোলায় খামতি নেই যুগলের। মাঝে মধ্যে তাতে শামিল হয়ে যান সানিও।
[নোংরা পোশাকে ঘুরে বেড়াচ্ছেন বিখ্যাত অভিনেতা, কেন জানেন?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.