সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঞ্জয় কাপুরের মৃত্যুর পর প্রথমবার প্রকাশ্যে এলেন সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব। শুধু সঞ্জয়ের মৃত্যুর পরই নয় করিশ্মা ও প্রিয়া সচদেবের মধ্যে সঞ্জয়ের সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে চলা নানা ঘটনার মাঝেও এই প্রথমবার প্রকাশ্যে এলেন প্রিয়া। সম্প্রতি দিল্লির তাজ প্যালেসে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রিয়া। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেই ভিডিও।
উল্লেখ্য, অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ কমিটির সদস্য হওয়ার পর ওই কোম্পানির অনুষ্ঠানে যোগ দিতেই পৌঁছেছিলেন প্রিয়া। উল্লেখ্য, এই কমিটি কার্যকর হয়েছে ১২ সেপ্টেম্বর থেকে। আরিয়াস ইনভেস্টমেন্টের পরিচালক ও সোনা কমস্টারের সিএসআর কমিটির নন-এক্সিকিউটিভ ডিরেক্টর ও চেয়ারপার্সন হিসাবে ওই অনুষ্ঠানে অংশ নেন। এর আগে এই কোম্পানির চেয়ারপার্সন হিসেবে ছিলেন সঞ্জয় নিজে। উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে প্রয়াত হন সঞ্জয় কাপুর। লন্ডনে গল্ফ খেলার মাঝে আচমকাই এক মৌমাছি ঢুকে যায় সঞ্জয়ের গলায়। আর সেটা বার করতে না পেরেই ঘাবড়ে গিয়েছিলেন তিনি। এতটাই বিচলিত হয়ে পড়েছিলেন যে, তৎক্ষণাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন সোনা কমস্টারের কর্ণধার।
সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই তাঁর বিপুল পরিমাণ সম্পত্তি ভাগাভাগি নিয়ে জলঘোলা চলছেই। ইতিমধ্যেই এই নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন সঞ্জয়ের বোন মন্দিরা কাপুর। ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ! সোনা কমস্টার কোম্পানির মালিকানা এবং এই বিপুল পরিমাণ সম্পত্তির উত্তরাধিকার কে হবেন? তা নিয়েই নাকি গোল বেঁধেছে কাপুরদের অন্দরমহলে। যদিও ঘনিষ্ঠ সূত্রের খবর, বিবাহ বিচ্ছেদের সময় ৭০ কোটি টাকা খোরপোশ নেওয়ায় এই সম্পত্তির কানাকড়িও পাবেন না করিশ্মা কাপুর। বাবার সম্পত্তির ভাগ চেয়ে সৎ মায়ের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ করিশ্মার দুই সন্তান সামাইরা এবং কিয়ান। এমতাবস্থায় করিশ্মা বনাম প্রিয়ার আইনি লড়াই চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.