Advertisement
Advertisement
Sunil Shetty-Athiya Shetty

‘বাবা, আমি আর…’, মা হওয়ার পরই বড় সিদ্ধান্ত সুনীলকন্যা আথিয়ার

মেয়ের সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন সুনীল শেট্টি।

Sunil Shetty's daughter Athiya Shetty leaving bollywood

ফাইল ছবি

Published by: Arani Bhattacharya
  • Posted:May 22, 2025 7:00 pm
  • Updated:May 22, 2025 7:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরেই মা হয়েছেন সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি। আর মা হওয়ার পরেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন সুনীলকন্যা। কী সিদ্ধান্ত নিলেন হঠাৎ সুনীলকন্যা? তা বলার আগে বলে রাখা ভালো এই মুহূর্তে জমিয়ে মাতৃত্ব উপভোগ করছেন আথিয়া। সোশাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় তাঁর সুখী গৃহকোণের ছবি। স্বামী সন্তান নিয়ে এখন আথিয়ার ভরা সংসার। মেয়ের কিছু কিছু ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন আথিয়া। শুধু তাই নয়, মেয়ের এক মাস পূর্তির উদযাপনও করেছেন তিনি। আর এই মুহূর্তে তিনি যে সংসারে বেশ মন দিয়েছেন সেই বিষয়েও কোনও সন্দেহ নেই। আর এসবের মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন তিনি। 

Advertisement

বলিউডকে বিদায় জানালেন সুনীলকন্যা। ২০১৫ সালে সলমন খানের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন আথিয়া। তাঁর কাজের ঝুলিতে রয়েছে মোটে চারটি ছবি। সেগুলিও যে আথিয়ার সফল ছবি, তা বলা যায় না। তবে তার মধ্যেই তাঁর ‘মোতিচুর চাখনাচুর’ খানিক প্রশংসিত হয়েছে। ২০১৯ সালে বলিউডে শেষ কাজ করেছেন আথিয়া। আর এবার বলিউডকে চিরতরে বিদায় জানালেন তিনি। মেয়ে আর কাজ করবেন না বলেই জানিয়েছেন সুনীল নিজে।

উল্লেখ্য, ২০২৩ সালে ভারতীয় দলের তারকা কেএল রাহুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আথিয়া। তবে বিয়ের পিঁড়িতে বসার অনেক আগে থেকেই তাঁর বলিউডের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। প্রচারের আলোতেও যে তিনি আসতে চান তাও না। ছবি শিকারিদের থেকে নিজেকে বাঁচিয়েই চলেন আথিয়া। মা হওয়ার পর পাকাপাকিভাবে বলিউডকে বিদায় জানালেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

মেয়ের এই সিদ্ধান্ত প্রসঙ্গে সুনীল শেট্টি জানিয়েছেন, “আমার মেয়ে তাঁর জীবনের শ্রেষ্ঠ ভূমিকা পালন করেছেন। মায়ের ভূমিকা। আর এটাই তাঁর জীবনের শ্রেষ্ঠ চরিত্র। ও আর ছবিতে অভিনয় করতে চায় না। একটা সময় ও প্রচুর পরিশ্রম করেছে। একদিন নিজেই শুটিং থেকে ফিরে আমাকে জানায় যে ও আর কাজ করতে চায় না।” যদিও মেয়ের এই সিদ্ধান্তে সুনীলের কোনও আক্ষেপ নেই। বরং মেয়ের এহেন সিদ্ধান্তে তিনি বেশ খুশি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ