সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ার বেশ তরতরিয়েই এগোচ্ছে সুনীল শেট্টিপুত্র আহানের। শোনা যাচ্ছে, এবার নাকি অ্যাকশন ড্রামার হাতেখড়ি হতে চলেছে তাঁর। বিরসা দাশগুপ্তর ছবিতে কাজ করতে চলেছেন বলেই খবর। বিরসা কিংবা আহান কেউই বি-টাউনের গুঞ্জনে এখনও সিলমোহর দেননি।
বলে রাখা ভালো, একাধিক ভালো বাংলা ছবি দর্শকদের উপহার দিয়েছেন বিরসা। ওয়েব প্ল্যাটফর্মে থ্রিলার নিয়ে কাঁটাছেড়া করতে দেখা গিয়েছে বিরসাকে। ‘মাফিয়া’তে কলেজের ৬ বন্ধুর রিইউয়নের আড়ালে লুকিয়ে ছিল একটি রোমহর্ষক কাহিনি। এরপরই তোলপাড় করা হলিউড সিরিজ ‘ব্ল্যাক উইডোজ’এর হিন্দি রিমেক করেন বিরসা। ভালোই সাড়া পায় ওয়েব সিরিজটি। গুঞ্জন সত্যি হলে এবার অ্যাকশন ড্রামায় দর্শকদের মন মাতাতে চলেছেন বিরসা।
সূত্রের খবর, এবার অ্যাকশন ড্রামা তৈরির পালা বিরসা দাশগুপ্তর। হিন্দি এই ছবিটি শিবাশিস সরকার এবং ঋভু দাশগুপ্তর প্রযোজনায় তৈরি হতে পারে। ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি। সুনীল শেট্টিপুত্র আহানের বিপরীতে নায়িকার চরিত্রের কাকে দেখা যাবে, তা এখনও স্পষ্ট নয়। সব ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরে হয়তো শুরু হবে ছবির শুটিং। খুব তাড়াতাড়ি হয়তো ছবির গুঞ্জনে বিরসা সিলমোহর দিতে পারেন বলেই খবর।
প্রসঙ্গত, ২০২১ সালে সিনে দুনিয়ায় অভিষেক আহানের। প্রথমবার তারা সুতারিয়ার বিপরীতে ‘তড়প’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। অভিনয় জগতে ছিলেন সুনীল শেট্টিকন্যা আথিয়াও। কে এল রাহুল ঘরনি আথিয়া আপাতত কন্যাসন্তানের মা। একরত্তিকে নিয়ে ব্যস্ত তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল শেট্টি বলেন, “মেয়ে একদিন জানায় বাবা আমি আর অভিনয় করতে চাই না। ‘মতিচুর’ ছবিতে কাজের পর সিদ্ধান্ত বদল করে। আমি তার সিদ্ধান্তকে কুর্নিশ জানাই।” তিনি আরও বলেন, “আথিয়া এখন জীবনের সেরা ভূমিকা পালন করছে। সেরা কাজ করছে। মায়ের ভূমিকা পালনই যেন আসল জীবন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.