সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের ছমাস কাটতে না কাটতেই প্রিয়জনকে হারালেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। আলোর উৎসবে শোকের ছায়ায় ডুবে গেলেন সুদীপ্তা। এমনটা যে ঘটবে, তা ভাবতেও পারেননি আগে। ১০ নভেম্বর সুদীপ্তা হারালেন তাঁর জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে। তাঁর বাবাকে।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সুদীপ্তার বাবা। দুর্গাপুজোর সময় শারীরিক অবস্থার অবনতি ঘটে। আর ১০ নভেম্বর প্রয়াত হন তিনি। সোমবার তাঁর বাবার পরলৌকিক ক্রিয়া।
সংবাদমাধ্যমে সুদীপ্তা জানিয়েছেন, ”বিয়ের ছমাসের মধ্যে এমনটা হবে ভাবতেই পারছি না। অনেক চেষ্টা করেছিলাম বাবাকে ধরে রাখার। কিন্তু শতচেষ্টা করেও পারলাম না। হেরে গেলাম।”
সুদীপ্তা আরও জানালেন, ”নিউমোনিয়া থেকে সেপ্টিসেমিয়া হয়ে যায় বাবার। কিন্তু এভাবে হারিয়ে ফেলব ভাবতেই পারিনি। সব যেন গোলমেলে লাগছে।”
প্রত্যেক মেয়েদের মতো সুদীপ্তারও বাবা ছিলেন সবচেয়ে প্রিয়মানুষ। ছোটবেলার নানা ঘটনার নস্ট্যালজিয়ায় ভেসে রয়েছেন সুদীপ্তা। যেখানে রয়েছে তাঁর বাবার সঙ্গে জড়ানো নানান স্মৃতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.