সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে যদি মা-ছেলে জুটি করিনা- তৈমুর জনপ্রিয় হন, তাহলে টলিউডে সে জায়গা হেসে খেলে নিতেই পারেন শুভশ্রী ও যুবান। কারণ, শুভশ্রী-যুবান কিন্তু সোশ্যাল মিডিয়ায় দারুণ হিট!
এই যেমন যুবানকে সঙ্গে নিয়ে সম্প্রতি চিড়িয়াখানা ঘুরে এলেন শুভশ্রী। কাজের মাঝেই ছেলের আনন্দের জন্য শুভশ্রী সময় দিলেন যুবানকে। ছেলেকে কোলে করে চিড়িয়াখানা ঘুরতে গেলেন। শুধু ঘুরলেন নয়, আলিপুর চিড়িয়াখানার মাঠে শতরঞ্চি পেতে যুবানের সঙ্গে মেতে উঠলেন চড়ুইভাতিতে।
২০২০ সালের ১২ সেপ্টেম্বর যুবানের জন্ম হয়। তারপর থেকেই বাবা-মায়ের নয়নের মণি একরত্তি। মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী। সেই সময় ছেলের থেকে দূরে থাকতে হয়েছিল। মারণ ভাইরাসকে হার মানিয়েই ছেলে ও স্বামীর কাছে ফিরে আসেন। সারা বাড়ি মাতিয়ে রাখে ছোট্ট যুবান। নিয়মিত তার কাণ্ডকারখানার ছবি পোস্ট করতে থাকেন শুভশ্রী ও রাজ। নেটিজেনদেরও বড্ড আদুরে যুবান।
প্রসঙ্গত, কয়েকদিন আগে স্কুলে ভরতি হয়েছে যুবান। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শুভশ্রী। ছবিতে দেখা গিয়েছিল, কাঁধে আকাশি নীল রঙের স্কুল ব্যাগ। তাতে আবার সিম্বার মতো ছোট্ট একটি সিংহ আঁকা। ডেনিমের হাফপ্যান্ট পরেছে যুবান। তার উপরে সাদা টি-শার্ট। ম্যাচিং জুতো পরে দিব্যি রওনা দিয়েছে স্কুলের উদ্দেশে।
View this post on Instagram
স্কুল শুরু হওয়ার আগেই আবার ছেলেকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন রাজ (Raj Chakraborty) ও শুভশ্রী। রাজস্থানে বেশ ভাল সময় কাটিয়েছেন তিনজন। সেখানে আবার সন্তুরও বাজানোর চেষ্টা করেছিল যুবান। ভিডিও আপলোড করেন রাজ।
শুভশ্রী তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যুবানের এই চিড়িয়াখানা সফরের ভিডিও। যেখানে দেখা গিয়েছে, বাঘ, হাতি, সাপ দেখে যুবান দারুণ উচ্ছ্বসিত। আর শুভশ্রীও ছেলের সঙ্গে ভাগ করে নিলেন সেই আনন্দ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.