সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নটী বিনোদিনীর ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়।‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবি নিয়ে এখন থেকেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। এবার নেটিজেনদের বিস্মিত করল ছবিতে বিনোদিনী-রূপী শুভশ্রীর লুক।
সাদাকালো ছবি, মাথায় ঘোমটা দিয়ে চেয়ারের হাতলে হাত রেখে বসে আছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একটি কোলাজ ছবি। সেই ছবিতে উপরে রয়েছে থিয়েটারের সম্রাজ্ঞী নটী বিনোদিনী আর তাঁর সঙ্গেই এই প্রজন্মের অভিনেত্রী শুভশ্রী। যা দেখে একঝলকে বোঝা দায় কোনটা আসল আর কোনটা নকল। শনিবার এই ছবি নিজের সোশাল মিডিয়ার পেজে ভাগ করে নিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর তা দেখে পরিষ্কার, তাঁর আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’তে বিনোদিনী রূপে শুভশ্রীর লুক কেমন হতে চলেছে। নিজের ছবির চরিত্রদের পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তুলতে কখনও আপোস করেন না পরিচালক সৃজিত।ছবির ক্যাপশনে লেখা ‘দেহ পট সনে নট সকলি হারায়’।
ছবিতে হুবহু বাস্তবের নটী বিনোদিনীর সঙ্গে মিলেছে শুভশ্রীর লুক। তা দেখে বোঝা যাচ্ছে পরিচালকের মতো তিনিও এই চরিত্রের জন্যও কোনওরকম আপস করতে রাজি নন শুভশ্রীও। তাই বাস্তবের বিনোদিনীর আদব-কায়দা, তাঁর বসার ভঙ্গিমা এক্কেবারে সঠিকভাবে রপ্ত করেছেন শুভশ্রী। এর আগেই চৈতন্যরূপে শুভশ্রীর লুক প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। তবে এই ছবি দেখে পরিচালকের পোস্টে কম বেশি প্রশংসা করেছেন নেটিজেনরা। এই ছবি দেখে এই চরিত্রের জন্য শুভশ্রীকে নির্বাচন করা নিয়েও পরিচালককে ধন্যবাদ জানিয়েছে তাঁর অনুরাগীরা।
উত্তর কলকাতার মিনার্ভা থিয়েটারে ছবির জন্য মহড়ায় ব্যস্ত শুভশ্রী। সেই ছবিও সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন রানা সরকার। চলছে জোরকদমে প্রস্তুতি। উল্লেখ্য, এর আগে বিনোদিনী রূপে দর্শক পেয়েছেন রুক্মিণী মৈত্রকে। রুক্মিণীর ‘বিনোদিনী, একটি নটীর উপাখ্যান’ ছবিটি মুক্তির এক সপ্তাহের মাথাতেই সৃজিত তাঁর বিনোদিনীকে নিয়ে ছবির ঘোষণা করলে শুরু হয়েছিল ন্দ্ব। পরে দোলের দিন ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির এক আনুষ্ঠানিক ঘোষণা পর্বে শুভশ্রী সাংবাদিকদের প্রশ্নের সপাট জবাব দেন। বলেন, “রুক্মিণী আমার থেকে খুব জুনিয়র। মাত্র কয়েকটি ছবিতে কাজ করেছে। ও নিশ্চয়ই প্রচণ্ড মন দিয়ে কাজটি করেছে। তবে আমার দেখা হয়নি। ও নিশ্চয়ই ভালো করেছে। আমার মনে হয় এখানেই বিনোদিনী বিতর্কের ইতি হওয়া দরকার। কারণ আমি প্রত্যেক অভিনেতার কাজকে সম্মান করি। তাছাড়া ‘লহ গৌরাঙ্গের নাম রে’ কোনভাবেই বিনোদিনীকে নিয়ে ছবি নয়, তার থেকে অনেক বড়।” পর্দায় রুক্মিণী নাকি শুভশ্রী ‘বিনোদিনী’ হিসাবে কোন অভিনেত্রী বেশি ছাপ ফেলবেন তা তো সময়ই বলবে। তবে চর্চা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। যে চর্চায় নতুন অক্সিজেন জুগিয়েছে শুভশ্রীর লুক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.