Advertisement
Advertisement
Sridevi-Jahnvi Kapoor

মায়ের ভূমিকায় মেয়ে! ‘চালবাজ’-এর রিমেকে নায়িকা হচ্ছেন জাহ্নবী?

মায়ের জুতোয় পা গলাচ্ছেন জাহ্নবী।

Sridevi’s Daughter Jahnvi Casting In ‘Chaalbaaz’ Remake
Published by: Arani Bhattacharya
  • Posted:September 2, 2025 6:34 pm
  • Updated:September 2, 2025 6:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ের জুতোয় পা গলাচ্ছেন জাহ্নবী। বড় পর্দায় শ্রীদেবীকন্যা জাহ্নবী পা রেখেছিলেন ২০১৮ সালে। কাকতালীয়ভাবে ওই বছরেই শ্রীদেবীর প্রয়াণ। মায়ের চলে যাওয়া মেনে নিতে বেশ সময় লেগেছিল জাহ্নবীর। সেই ধাক্কা সামলে উঠে একে একে বলিউডের বিভিন্ন ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন জাহ্নবী। এবার মায়ের ‘চালবাজ’ ছবির রিমেকে অভিনয় করবেন তিনি।

Advertisement

এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা। নেটিজেনদের একাংশ মনে করেন যে, শ্রীদেবীর এই ছবির রিমেকে জাহ্নবীর অভিনয় করার খবরে নেটপাড়ার একাংশ একেবারেই খুশি নয়।উল্লেখ্য, এই ছবিতে এর আগে মূল চরিত্রে অভিনয় করার কথা ছিল শ্রদ্ধা কাপুরের। যদিও সেই ছবির কথা আর কোনওভাবেই এগোয়নি। এখন গুঞ্জন যে, সেই চরিত্রেই নাকি অভিনয় করবেন এবার জাহ্নবী। সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই ছবি নিয়ে বলতে গিয়ে জাহ্নবী বলেছেন যে, এই ছবি তাঁর কাছে শুধুমাত্র একটি ছবিই নয়। এ তাঁর কাছে যেন এক আবেগ। ‘চালবাজ’ ছবিতে অভিনয় করার সুযোগ তাই কোনভাবেই তিনি মিস করতে চান না। এই ছবিতে শুটিং শুরুর আগে তাই অভিজ্ঞদের মতামত নিচ্ছেন জাহ্নবী। সেপ্টেম্বরের শেষে এই ছবির শুটিং শুরু করবেন বলেই জানা যাচ্ছে।

তবে শ্রীদেবীর জনপ্রিয় ছবি ‘চালবাজ’র রিমেকে জাহ্নবীর অভিনয় করা নিয়ে দ্বিমত প্রকাশ করে নেটিজেনরা বলেছেন, ‘জাহ্নবী নুন্যতম অভিনয়টাও জানেন না। ও কি করে এই ছবির রিমেকে অভিনয় করবে?’, কেউ আবার লিখেছেন, ‘আমার মনে হয় না শ্রীদেবী অভিনীত চরিত্রে অভিনয় করার দক্ষতা এই প্রজন্মের কোনও অভিনেত্রীর মধ্যে রয়েছে। শ্রীদেবীর পর সেই দক্ষতা একমাত্র জুহি চাওলার মধ্যে ছিল।’ আরও এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘কেন জাহ্নবী কাপুর? এই ছবিতে কি শ্রদ্ধাকে কাস্ট করা যেত না? উল্লেখ্য, এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলএন শ্রীদেবী। ,এয়ে জাহ্নবীর কাছে মায়ের সব ছবিই স্পেশাল। তবে এই ছবি যেন আরও বেশি। তাই কোনও কটাক্ষকে মনে না রেখে আপাতত মায়ের ছবির রিমেক ভার্সনে নিজেকে উপযুক্তভাবে উপস্থাপনা করার জন্য ব্যস্ত জাহ্নবী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ