সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তো প্রচণ্ড গরম। তার উপর আবার শুটিংয়ের বিস্তর ব্যস্ততা। সঙ্গে রয়েছে রাজনৈতিক কাজকর্ম। সব মিলিয়ে অসুস্থ হয়ে পড়েন কাঞ্চন মল্লিক। তবে বর্তমানে সুস্থ উত্তরপাড়ার তারকা বিধায়ক। সদ্যই হাসপাতাল থেকে ফিরেছেন। সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে তারকা বিধায়কের শারীরিক অবস্থার খোঁজখবর দিয়েছেন তাঁর ঘরনি শ্রীময়ী। সেই সঙ্গে জানিয়েছেন অভিযোগও। ‘অবাধ্য’ কাঞ্চনের গোপন কথা ফাঁস করেছেন অভিনেত্রী।
শ্রীময়ী জানান, কাঞ্চন গুরুতর অসুস্থ হননি। গত ১৩-১৪ তারিখ থেকে শুটিংয়ের বিস্তর চাপ ছিল। দিনরাত জেগে শুটিং করছিলেন কাঞ্চন। ১৫ তারিখ থেকে পেটের সমস্যা দেখা দেয়। ১৬ তারিখ রাত জেগে ‘রক্তবীজ ২’র শুটিং করছিলেন তারকা বিধায়ক। সেই সময় ফোনে স্ত্রীকে জানান, শরীর খারাপ। তারপরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে বর্তমানে একেবারে সুস্থ কাঞ্চন। ফের কাজেও যোগ দিয়েছেন।
এই ভিডিও শেয়ার করেই কাঞ্চনের গোপন কথা ফাঁস করেছেন শ্রীময়ী। তিনি জানান, “কাঞ্চন খুব অবাধ্য।” কেন এমন দাবি করলেন কাঞ্চন ঘরনি? তিনি জানান, কাঞ্চন যখন শুটিংয়ে যান তাঁকে বাড়ি থেকে খাবারদাবার দিয়ে দেওয়া হয়। তা সত্ত্বেও নাকি সে খাবার খেতে চান না অভিনেতা। তেলমশলাযুক্ত খাবারেই মন তাঁর। কখন প্রোডাকশনের কাউকে দিয়ে কিংবা অর্ডার করা খাবার কিনে খেতেই ভালোবাসেন কাঞ্চন। সে কারণেই অসুস্থতা। যদিও ‘অভিমানী’ স্ত্রীকে কাঞ্চন কথা দিয়েছেন, আর বাইরের খাবার খাবেন না। অনুরাগীদের এই গরমে বেশি করে জল খাওয়ার পরামর্শও দিয়েছেন অভিনেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.