সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই সুন্দরী এক ফ্রেমে। তবে অভিনেত্রী শ্রীলেখা মিত্র মতে, তাঁর দেখা সেরা সুন্দরী হলেন মুনমুন সেনই। মুনমুন সেনই যে টলিপাড়ার সর্বকালের সেরা সেনশেসন, তা ফের যেন প্রমাণ করলেন অভিনেত্রী শ্রীলেখা (Sreelekha Mitra)।
সম্প্রতি হায়দরাবাদে এক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন শ্রীলেখা। সেখানেই দেখা মুনমুন সেনের সঙ্গে। দেখা মাত্রই ফোন হাতে নিয়ে টুক করে সেলফি তুলে ফেললেন দু’জনে। সত্য়িই এমন সুযোগ কি মিস করা যায়! শ্রীলেখাও মিস করলেন না। সেই সেলফিই ফেসবুকে পোস্ট করে ‘নির্ভয়া’র অভিনেত্রী লিখলেন, ‘আমার দেখা সেরা সুন্দরী। যিনি অন্তর ও বাহির দু’ক্ষেত্রেই সুন্দরী। অনেকেই জানেন না মুনদি দারুণ ছবি আঁকেন।’
সংবাদমাধ্য়মকে মুনমুন সেন (Moon Moon Sen) জানিয়েছেন, ‘এখন বেশিরভাগ সময়টা পরিবারের সঙ্গেই কাটছে আমার। বই পড়ছি, ছবি আঁকছি। কারণ, ছবি আঁকতে আমার বরাবরই খুব ভাল লাগে।’
একই ফ্রেমে দুই সুন্দরীকে দেখে আপ্লুত নেটিজেনরা। শ্রীলেখার কমেন্ট বক্স ভরে গেল শুভেচ্ছায়। কেউ লিখলেন, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, কেউ আবার লিখলেন, ফ্রেমটা জ্বলে যাবে তো!
শুক্রবার সকাল সকালই হায়দরাবাদে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। পাশে পরিচালক অংশুমান প্রত্যুষ, বিরসা দাশগুপ্ত ও অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তীকে নিয়ে ছবিও ফেসবুকে পোস্ট করেছেন শ্রীলেখা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.