Advertisement
Advertisement
Sourav Ganguly

‘দাদাগিরি’র মঞ্চে দেব-রুক্মিণীর সঙ্গে নাচলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, দেখুন ভিডিও

'কিশমিশ' ছবির গানে নাচলেন সৌরভ।

Sourav Ganguly Dance video with Dev and Rukmani goes viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 20, 2022 9:35 pm
  • Updated:April 20, 2022 9:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ‘কিশমিশে’র ম্যাজিকে বুঁদ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর শুধুই কি বুঁদ? ‘দাদাগিরি’র মঞ্চে সুযোগ পেয়ে দেব (Dev) ও রুক্মিণীর (Rukmani Maitra) সঙ্গে নেচেও উঠলেন ‘তুই বলব না তুমি’ গানেও! রীতিমতো টেক্কা দিলেন ছবির কলাকুশলীদের। দাদার দারুণ নাচ দেখে হতবাক দেব, রুক্মিণীসহ সৌরভের অনুরাগীরাও। সেই ভিডিও শেয়ার করে দেব ও রুক্মিণী লিখলেন, ‘কিশমিশে’র গানের চ্যালেঞ্জ নিলেন মহারাজ! দাদাকে ধন্যবাদও জানিয়েছেন দেব ও রুক্মিণী।

Advertisement

[আরও পড়ুন: সৌরভের ‘দাদাগিরি’র মঞ্চে যশ-নুসরত জুটির প্রেম, ‘আদিখ্যেতা’, কটাক্ষ নেটিজেনদের ]

২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে দেব ও রুক্মিণীর নতুন ছবি ‘কিশমিশ’ ইতিমধ্যেই এই ছবির ট্রেলার ও গান প্রশংসা পেয়েছে সিনেপ্রেমীদের কাছে। ইনস্টাগ্রামে এই ছবির ‘তুই বলব না তুমি’ গানে রিল বানাচ্ছেন প্রায় সবাই। ‘দাদাগিরি’র মঞ্চে সেই ট্রেন্ডেই এবার পা মেলালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন ছবির প্রচারে সৌরভের অংশ নেওয়ায় দারুণ খুশি দেব ও রুক্মিণীও।

 

তবে শুধু সৌরভ নয়। এর আগে ‘কিশমিশে’র গানে নেচেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। রোমান্টিক হয়ে প্রসেনজিৎ কখনও রিল বানিয়েছেন রুক্মিণীর সঙ্গে, কখনও আবার ছেলে তৃষাণজিৎ ও দেবের সঙ্গে ‘তুই বলব না তুমি’ গানে নেচে উঠেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: কোটি টাকার অফারেও ‘ঝুঁকেগা নহি’, তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে না আল্লু অর্জুনের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ