সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড। এমনটা যে হবে, তা আগে থেকে টেরও পাননি সোনু। নিশ্চিন্তে রব নে বনাদি জোড়ি ছবির গান গাইছিলেন, তার পর আচমকা গণ্ডগোল! প্রথমটা একটু ঘাবড়েই গিয়েছিলেন সোনু। পরে সামলে নিলেন নিজেকে।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি রাজস্থানের কোটাতে অনুষ্ঠান করছিলেন সোনু নিগম। অনুষ্ঠান একেবারে হাউজফুল। একের পর এক গানে দর্শকদের মুগ্ধ করছিলেন বলিউডের এই জনপ্রিয় গায়ক। কিন্তু হঠাৎই বাঁধল গণ্ডগোল। সোনু যখন গান গাইতে ব্যস্ত ঠিক তখনই এক মদ্যপ এসে হাজির মঞ্চে! ধরতে চাইলেন সোনু নিগমের পা! তখনই সোনুকে এই আজব পরিস্থিতি থেকে বাঁচাতে মাঠে নামলেন নিরাপত্তারক্ষীরা। তবে সোনু কিন্তু গান থামাননি। নানা বাধা এড়িয়েই গেয়ে চলেছিলেন। সোশাল মিডিয়ায় এখন ভাইরাল এই ছবি।
View this post on Instagram
ভিডিও দেখে নেটিজেনদের দাবি, এরকম অনুষ্ঠানে আরও নিরাপত্তা বাড়ানো উচিত। না হলে শিল্পীরা বিপদে পড়তে পারেন। অনেকে আবার বলছেন, মদ্যপ ব্যক্তি সোনু নিগমের ফ্যান। ব্যক্তিকে ওভাবে না মারলেও চলত। তবে এই ঘটনা নিয়ে এখনও মুখ খোলেননি সোনু নিজে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.