Advertisement
Advertisement
Seema Sachdev

‘খান পরিবারে দমবন্ধ লাগত!’ সোহেলের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সলমনের ভাইয়ের বউ

১৯৯৮ সালে সীমার সঙ্গে বিয়ে হয় খান পরিবারের ছোট ছেলে সোহেলের।

Sohail Khan’s Ex-Wife Seema Sajdeh Breaks Silence on Divorce | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 29, 2022 5:16 pm
  • Updated:August 29, 2022 5:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে আরবাজ খান। আর এবার সোহেল খান (Sohail Khan)। সলমন খানের (Salman Khan)পরিবারে ফের বিবাহবিচ্ছেদ। প্রায় ২৪ বছর ধরে বিবাহ সম্পর্কে আবদ্ধ থাকার পর স্ত্রী সীমা সচদেব খানকে ডিভোর্স দিচ্ছেন সলমনের ছোট ভাই সোহেল খান। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত মে মাসে আদালতে ডিভোর্সের আবেদনপত্র জমা দেন সোহেল (Sohail Khan)। আদালত সূত্রে জানা গিয়েছে, এই ডিভোর্সের সিদ্ধান্ত একেবারেই মিচুয়াল।

Advertisement

এতদিন এই বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি সোহেল বা সীমা (Seema Sachdev) কেউ-ই । তবে সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সীমা জানিয়েছেন, সোহেলের সংসারে তাঁর দমবন্ধ হয়ে আসার কথা। এই সাক্ষাৎকারে সীমা জানিয়েছেন, আমার আর সোহেলের সম্পর্কটা ছিল অন্ধকার কুয়োর মতো। সীমার কথায়, যত দিন যাচ্ছিল, ততই তিনি অন্ধকারে ডুবে যাচ্ছিলেন। আর সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সীমা।

এই সাক্ষাৎকারে সীমা জানান, ইতিবাচক দিক থেকে জীবনকে দেখার চেষ্টা করছি। কোনও কিছুতেই আমার আর কিছু যায় আসে না। যাঁরা আমাকে চেনে অর্থাৎ আমার পরিবার, আমার সন্তান, এখন শুধু তাঁদের জন্য আমি ভাবি।

[আরও পড়ুন: অহংকারী বলা কটাক্ষকারীর পা ছুঁয়ে প্রণাম, বিজয় দেবেরকোন্ডার ভদ্রতায় মুগ্ধ নেটিজেনরা]

১৯৯৮ সালে সীমার সঙ্গে বিয়ে হয় খান পরিবারের ছোট ছেলে সোহেলের। তাঁদের রয়েছে দুই সন্তান, নির্ভান ও ইয়োহান। বহুদিন আগে থেকেই গুঞ্জনে ছিল সোহেল ও সীমার মধ্যে নাকি খুব একটা বনিবনা নেই। শুধু তাই নয়, নেটফ্লিক্সের ‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ সিরিজে স্পষ্ট হয়েছিল সীমা আর সোহেল আলাদাই থাকেন।

খান পরিবারে এই নিয়ে দ্বিতীয়বার বিয়ে ভাঙছে। এর আগে সলমনের আরেক ভাই আরবাজ খান ও মালাইকার ডিভোর্স হয়। সেই ঘটনার ঠিক ৫ বছর পর এবার সোহেল ভাঙলেন তাঁর ২৪ বছর দীর্ঘ দাম্পত্য। তবে এই নিয়ে এখনও মুখ খোলেননি সোহেল বা সীমা কেউই।

অন্যদিকে সলমন খান কেন বিয়ে করছেন না, তা নিয়ে প্রচুর কৌতুহল রয়েছে সলমনের অনুরাগীদের মধ্য়ে। একের পর এক নায়িকার সঙ্গে নাম জড়ালেও, সলমন কিন্তু নিজেকে আইবুড়োই করে রেখেছেন। নেটিজেনদের মতে, পরিবারে যদি একের পর এক বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে, তাহলে তো বিয়ে থেকে নিজেকে আরও দূরে সরিয়েই রাখবেন বলিউডের দাবাং খান। তবে সোহেল ও সীমার বিবাহবিচ্ছেদ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সলমনও।

[আরও পড়ুন: ‘পাগল মেয়েকে ভালবাসি’, ‘প্রেমিক’ অভিরূপের পোস্ট দেখে কী প্রতিক্রিয়া শ্রাবন্তীর?]

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ