সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ‘মোদি নেকলেস’ পরে নজর কেড়েছিলেন। রাজস্থানী সাজপোশাকে যে অভিনেত্রী পশ্চিমী বিনোদুনিয়াকেও তাক লাগিয়েছিলেন, এবার তাঁর বিরুদ্ধেই গুরুতর অভিযোগ। গোলমালের সূত্রপাত, ‘সো লং ভ্যালি’ ছবির প্রিমিয়ারে। সেই সিনেমার প্রিমিয়ারে গিয়ে প্রযোজক-পরিচালক মান সিংকে জুতো খুলে মেরেছিলেন অভিনেত্রী রুচি গুজ্জর। এমনকী জলের বোতল ছুড়েও আক্রমণ করতে দেখা যায় তাঁকে। এবার সেই ঘটনার জেরেই আইনি বিপাকে অভিনেত্রী।
বলিউড মাধ্যম সূত্রে খবর, পরিচালক তথা সিনেমার অন্যতম প্রযোজক মান সিং ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন রুচি গুজ্জরের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, সিনেমার নাম খারাপ করতেই প্রিমিয়ারের দিন ইচ্ছে করে গোল বাঁধিয়েছিলেন রুচি। এহেন কাণ্ডকারখানায় যাতে ‘সো লং ভ্যালি’র সাফল্য ধামা চাপা পড়ে যায়, সেটাই ওর অভিপ্রায় ছিল, বলে অভিযোগ পরিচালক-প্রযোজকের। সেই প্রেক্ষিতেই এবার রুতি গুজ্জরের বিরুদ্ধে মামলা দায়ের করলেন মান সিং। এপ্রসঙ্গে প্রযোজকদের তরফে এক যৌথ বিবৃতি দিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে। সেখানে উল্লেখ, রুচি গুজ্জর ‘সো লং ভ্যালি’র সহ প্রযোজক করণ চৌহানকে ২০-৩০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে ওই টাকা ফেরত না পাওয়ায় খেপে যান মডেল-অভিনেত্রী। এরপরই নাকি রুচি বাকি শিল্পীদের ওই সিনেমা থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। তবে তার পরও যখন সিনেমাটি তৈরি হয়, তখন আদালতের দ্বারস্থ হয়ে মুক্তি আটকাতে চেয়েছিলেন তিনি। তাতেও লাভ হয়নি! অভিনেত্রীর আবেদন খারিজ করে দেয় কোর্ট। আদালতের তরফে জানানো হয়, সিনেমা প্রযোজনা নিয়ে তো রুচি গুজ্জরের সঙ্গে কোনও চুক্তি হয়নি। ব্যক্তিগত স্বার্থেই তিনি ওই টাকা প্রযোজককে দিয়েছিলেন। তাই রিলিজের ক্ষেত্রে তিনি কোনও হস্তক্ষেপ করতে পারবেন না। এরপরই প্রিমিয়ারের দিন রুচির রণং দেহি অবতার দেখা যায়। যে ভিডিও আপাতত নেটপাড়ার চর্চায়। বিতর্কের ঝড়!
কেন রুচির ক্ষোভ করণ-সহ ওই ছবির প্রযোজকদের বিরুদ্ধে? অভিনেত্রীর অভিযোগ, তিনি প্রযোজকদের প্রায় ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন। তাঁরা কথা দিয়েছিলেন রুচিকে নিয়ে সোনি টিভিতে একটি শো বানাবেন। কিন্তু সেই টাকা তাঁরা ছবিটির নির্মাণে লাগিয়ে দিয়েছেন। এই অভিযোগেই ছবির অন্যতম প্রযোজক করণের বিরুদ্ধে। সেই সঙ্গেই প্রিমিয়ারে হাজির হয়েও তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলে দাবি। জানা গিয়েছে, রুচির সঙ্গে রীতিমতো একটি দল সেখানে হাজির হয়। অনেকের হাতেই ছিল প্ল্যাকার্ড। তাঁরা স্লোগান দিচ্ছিলেন প্রযোজকদের বিরুদ্ধে।
উল্লেখ্য, ‘সো লং ভ্যালি’র তিন প্রযোজক মান সিং, করণ চৌহান, মহসিন খান। তাঁদের মধ্যে করণ চৌহান অভিনেত্রীর কাছ থেকে এককালীন ২৩ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। বৃহস্পতিবার দায়ের করা এফআইআরে তাঁর নামই রয়েছে। পুলিশের তরফে এফআইআরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যার উল্লেখ করে এক পুলিশ অফিসার জানিয়েছেন, “অভিযোগ টিভি শো-টি তৈরিই করা হয়নি। করণ টাকা ফেরতও দেননি।” গুজ্জরের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল আম্বোলি থানাতেও এফআইআর দায়ের করেছেন প্রযোজকদের বিরুদ্ধে। এদিকে প্রিমিয়ারে গোলমালের বিষয়টিকে ‘পাবলিসিটি স্টান্ট’ বলে কটাক্ষ করেছেন মান সিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.