সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর জুলাই মাসে শেষ নিশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় সংগীতশিল্পী নির্মলা মিশ্র। আর ঠিক স্ত্রীয়ের মৃত্যর এক বছর ঘুরতেই প্রয়াত হলেন নির্মলা মিশ্রর স্বামী তথা সুরকার প্রদীপ দাশগুপ্ত।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ প্রয়াত হন প্রবীণ শিল্পী। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন শিল্পী। স্ত্রীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন প্রদীপ দাশগুপ্ত।
নির্মলা মিশ্রর সাফল্যের পিছনে প্রদীপ দাশগুপ্তর অবদান ভোলার নয়। গায়িকার বহু কালজয়ী গানের নেপথ্যের নায়ক ছিলেন তিনি। স্বামীর সুর করা এবং লেখা অজস্র গান গেয়েছিলেন নির্মলা মিশ্র।
নির্মলা মিশ্রের গাওয়া অন্যতম জনপ্রিয় গান, ‘আমি যে তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী’ গানটির সুরকার ছিলেন প্রদীপ দাশগুপ্ত। জানা যায়, ফুলসজ্জার রাতে এই গানের লাইনই চিরকুটে লিখে স্ত্রীকে উপহার দিয়েছিলেন প্রদীপ দাশগুপ্ত। তারপরেই সেই চিরকুটের লেখা গান জনপ্রিয় হয়ে ওঠে।
শিল্পী প্রদীপ দাশগুপ্তর প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া বিনোদনজগতে। কবীর সুমন, লোপামুদ্রা মিত্র, জোজা মুখোপাধ্য়ায়ের মতো বাংলা সংগীতজগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা শ্রদ্ধা জানিয়েছেন শিল্পীকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.