সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য নতুন সিনেমার শুটিংয়ের জন্য কলকাতায় এসেছেন শেহনাজ গিল। অভিনেত্রী আবার বরাবর ঈশ্বরে বিশ্বাসী। নিয়ম মেনে পুজোপাঠও করেন। তাই কলকাতায় পা রেখে শুভ কাজ শুরু করার আগে কালীঘাটে গিয়ে পুজো দিতেও ভুললেন না। বুধবার ভক্তিভরে মায়ের মন্দিরে পুজো দিলেন শেহনাজ। শুধু তাই নয়, মঙ্গল আরতি করতেও দেখা গেল পাঞ্জাবিকন্যাকে।
পরনে সাদা কো-অর্ড সেট। কালো প্রিন্টেড ওড়নায় মাথা ঢাকা। ললাটে কালীঘাট মন্দিরের আশীর্বাদী মেটে সিঁদুরের টিপ। মেকআপের লেশমাত্র নেই! হাতে পুজোর ডালা নিয়ে মন্দিরে শেহনাজ। যত্ন করে মায়ের পায়ের ফুল আগলে রাখলেন। এদিকে শেহনাজকে দেখে কালীঘাট চত্বরেও ভিড় উপচে পড়েছিল। সম্প্রতি ‘সিং ভার্সেস কৌর ২’-এর শুটিংয়ের জন্য কলকাতায় পা রেখেছেন শেহনাজ গিল। মডেল-অভিনেত্রীর বাঙালি অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়! প্রেমিক সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর সময়ে শেহনাজের জন্য চোখের জল ফেলেছিলেন তাঁর বাংলার ভক্তরাও। আর ভক্তদের প্রতি ভালোবাসা জাহির করতে শেহনাজেরও জুড়ি মেলা ভার! ভারি মিষ্টি স্বভাবের মেয়ে। পাঞ্জাব হোক বা বলিউড, দুই ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের সঙ্গেই নায়িকার সখ্যতা দারুণ। খোদ সলমন খানও তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। এবার সেই শেহনাজ যখন কালীঘাটে এলেন পুজো দিতে, তখন তাঁকে দেখতে যে অনুরাগীরা ভিড় জমাবেন, সেটাই স্বাভাবিক।
এদিকে ডায়েট ভুলে কলকাতার স্ট্রিটফুড চেখে দেখার অপেক্ষায় শেহনাজ। তিনি জানিয়েছেন, “এই নিয়ে আমি দ্বিতীয়বার কলকাতায় এলাম। এর আগে আমি ২০১০-২০১১ সাল নাগাদ এখানে এসেছিলাম। আমার কলকাতার সেরা খাবারগুলো চেখে দেখার খুব ইচ্ছা রয়েছে। আমাদের প্রযোজক শ্রীকান্তজি একবার শহরে ফিরলেই আমি আমার ‘চিট ডে’ শুরু করব এবং কলকাতার মিষ্টি খাব।” শুধু তাই নয়, কলকাতায় এসে বাংলা ভাষাও রপ্ত করছেন পাঞ্জাবিকন্যা। অভিনেত্রী অলিভিয়া সরকার শেহনাজকে বাংলা শেখাচ্ছেন। জানা গেল, বাধ্য ছাত্রীর মতো তিনিও বাংলার প্রেমে মজেছেন।
View this post on Instagram
প্রসঙ্গত, লোকেশন হিসেবে অনেক আগেই বলিউডের পছন্দের তালিকায় নাম লিখিয়েছে কলকাতা। এবার পাঞ্জাবি ছবির শুটিং শহরে। উল্লেখ্য এই ছবির প্রযোজনা করছে যৌথভাবে এসভিএফ এন্টারটেনমেন্ট ও গিপ্পির প্রযোজনা সংস্থা হাম্বল মোশন পিকচার্স। আগামী ৫ জুলাই পর্যন্ত বর্ধমান রাজবাড়ি ছাড়া কলকাতার বিভিন্ন জায়গায় চলবে এই ছবির শুটিং। কলকাতা ছাড়াও মুম্বই ও কানাডায় শুটিং হবে শেহনাজ ও গিপ্পির নতুন পাঞ্জাবি ছবির। সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরেই মুক্তি পাবে এই ছবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.