Advertisement
Advertisement
Shefali Shah

‘ভিড়ের মধ্যে শরীর ছুঁয়েছিল!’ তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি শাহ

ঠিক কী বললেন শেফালি?

Shefali Shah Was Touched Inappropriately in a Market| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 10, 2023 3:04 pm
  • Updated:April 10, 2023 3:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাসে, ট্রামে, রাস্তাঘাটে মাঝে মধ্য়েই অস্বস্তিকর পিরিস্থিতির শিকার হন মহিলারা। তবে খুব কম মহিলারাই আছেন যাঁরা প্রতিবাদ করেন। বেশিরভাগই মনের ভিতর লুকিয়ে রাখেন তিক্ত অভিজ্ঞতা। ঠিক যেমন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি শাহ।

Advertisement

সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে শেফালি জানান, বহু আগের কথা। তখন সদ্য সদ্য অভিনয় জীবনে পা রেখেছি। এরদিন বাজার করতে গিয়েছিলাম। ভিড় বাজারে একজন আমার শরীরকে আপত্তিজনকভাবে ছুঁয়ে ছিল। গোটা ঘটনাটা কখনই কাউকে বলিনি। ঘেন্না লেগেছিল। ভাবলে এখনও ঘেন্নাই লাগে। তবে নিজেকে কোনও দোষ দিই না। অনেক মহিলারা এরকম ঘটলে নিজেকে দোষী মনে করেন। আমার ক্ষেত্রে সেটা ঘটেনি। বিষয়টিকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি।

[আরও পড়ুন: রিঙ্কুর স্বপ্নের ইনিংসে বিভোর আরিয়ান-সুহানা, কেক-শ্যাম্পেনে হল নাইটদের সেলিব্রেশন]

শেফালি আরও বলেন, অনেকেই বলেন, ”এরকমটা ঘটলে প্রতিবাদ করা উচিত। তবে সব সময় পরিস্থিতি সঙ্গ দেয় না এ ব্যাপারে। তাই অনেক সময়ই চুপ করে মানিয়ে নিতে হয়। এরকমটাই চলে আসছে।”

[আরও পড়ুন:  শরীরে শুধুমাত্র ফুলের মালা, রমজান মাসে এ কেমন ভিডিও উরফির! ক্ষিপ্ত নেটিজেনরা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement