Advertisement
Advertisement
Dunky New Song

‘ডাঙ্কি’র নতুন গানে ফিরল ‘৩ ইডিয়টস’-এর সুর, শাহরুখ-সোনুর ম্যাজিক মন কাড়ল নেটপাড়ার

২১ ডিসেম্বরে মুক্তি পাবে শাহরুখের 'ডাঙ্কি'।

Sharukh Khan's Dunky New Song out| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 1, 2023 5:08 pm
  • Updated:December 1, 2023 5:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্য়ে এল শাহরুখের ‘ডাঙ্কি’ ছবির নতুন গান ‘নিকলে থে কভি হাম ঘর সে’। সোনু নিগম ও শাহরুখ জুটির এই গানে ফের মুগ্ধ হল নেটপাড়া। ‘ডাঙ্কি’র এই নতুন গানে শোনা গেল ঘরে ফেরা ও মন কেমনের গল্প। তবে চমক অন্য জায়গায়। নতুন এই গানের মধ্যে দিয়ে পরিচালক রাজকুমার হিরানি যেন ‘৩ ইডিয়টস’ ছবির স্মৃতিকে উসকে দিলেন। এই গানের সুরের সঙ্গে ‘৩ ইডিয়টস’ ছবির ‘বেহেতি হাওয়া সা থা উহ’ গানটার সুরের অদ্ভুত মিল খুঁজে পেল নেটিজেনরা।

Advertisement

বক্স অফিসে কামব্যাক করেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন শাহরুখ খান। প্রথমে ‘পাঠান’, তার পর ‘জওয়ান’। দু’টি ছবিই হাজার কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। এবার ‘ডাঙ্কি’র পালা। এই প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড বাদশা। আর প্রথম ঝলকেই অন্যরকম এক গল্পের আভাস মিলেছে। তাতে উদ্বাস্তু সমস্যাও দেখা যাবে বলে খবর।

[আরও পড়ুন: রিলিজের আগেই ‘টাইগার’কে টেক্কা! ‘পাঠান’, ‘জওয়ান’-এর রেকর্ড ভাঙবে ‘অ্যানিম্যাল’?]

 

ছবিতে শাহরুখ রয়েছেন হার্ডির চরিত্রে। আর তাপসী মানুর ভূমিকায়। শাহরুখ-তাপসী ছাড়াও এ ছবির অন্যতম আকর্ষণ ভিকি কৌশল। অভিনয় করেছেন সুখির চরিত্রে। এর পাশাপাশি বুগ্গু আর বল্লির চরিত্রে অভিনয় করেছেন বিক্রম কোচর ও অনিল গ্রোভার। এই পাঁচজনকে কেন্দ্র করেই এগোবে গল্প। এছাড়াও ছবিতে রয়েছেন বোমন ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ, জ্যোতি সুভাষের মতো অভিনেতা।

[আরও পড়ুন: ‘যানজটে আটকে পাইলট! ফাজলামি হচ্ছে?’, এয়ার ইন্ডিগোর আজব দাবিতে ক্ষুব্ধ কপিল শর্মা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ