Advertisement
Advertisement
Shakib Khan

‘ঐতিহাসিক মুহূর্ত’, কান উৎসবে বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্যের ছবির বিশেষ স্বীকৃতি, উচ্ছ্বসিত শাকিব

স্বল্প দৈর্ঘ্যের 'আলি' কান উৎসবের মতো বিশ্বমঞ্চে তুলে ধরল বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে।

Shakib Khan congratulates team 'Ali', a short film that won hearts at Cannes Film festival made by Bangladeshi film maker
Published by: Sucheta Sengupta
  • Posted:May 25, 2025 8:25 pm
  • Updated:May 25, 2025 8:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভূতপূর্ব পোশাক-আশাকে র‌্যাম্পে হাঁটা থেকে ব্যতিক্রমী, তুলনায় কম জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শন – নানা বৈচিত্র্যে ভরপুর কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার সেই মঞ্চে বিশেষ সম্মান পেল বাংলাদেশের এক স্বল্প দৈর্ঘ্যের সিনেমা ‘আলি’। আর এহেন দুর্লভ ঘটনাকে ‘বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা-নায়ক শাকিব খান। নিজের ফেসবুকে এই সংক্রান্ত পোস্টে তিনি ‘আলি’র পরিচালক ও গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। পালটা শাকিবকেও ‘ভালোবাসি’ বলে ধন্যবাদজ্ঞাপন করেছেন পরিচালক আদনান।

Advertisement

জানা যাচ্ছে, ‘আলি’ একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা। পরিচালক আদনান আল রাজীব। তিনি সিনেমা ছাড়াও নাটক, বিজ্ঞাপন নির্মাতা। ‘আলি’ সিনেমার গল্প আসলে এক সংগ্রামের, স্বাধীনতার। প্রেক্ষাপট বাংলাদেশের উপকূলীয় সিলেট জেলার এক ছোট্ট জনপদ, যেখানে গান গাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। তেমন ফতোয়ার ঘেরাটোপেও এক কিশোর সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেয় এবং ছিনিয়ে নেয় নিজের স্বাধীনতা। এই গল্প নিয়ে স্বল্প দৈর্ঘ্যের সিনেমা বানিয়েছেন আদনান আল রাজীব। কান চলচ্চিত্র উৎসবে এই সিনেমার বিশেষ প্রদর্শনী হওয়ায় অত্যন্ত সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন পরিচালক। তাঁর কথায়, ”এটা তো স্বপ্নের মতো ব্যাপার!”

‘আলি’র পরিচালক আদনান আলি রাজীব। ছবি: সোশাল মিডিয়া।

গত শুক্রবার কান চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানের সঙ্গে দেখানো হয়েছে ‘আলি’। সেই খবর পেয়ে রবিবার নিজের ফেসবুক পেজে টিম ‘আলি’কে শুভেচ্ছা জানান সে দেশের পয়লা সারির নায়ক শাকিব খান। তাঁর কথায়, ”এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত! আদনান ও তাঁর গোটা টিমকে অনেক শুভেচ্ছা।” তার পোস্টের জবাবে পরিচালক আদনানও লেখেন, ”ধন্যবাদ শাকিব খান, আপনাকে ভালোবাসি।” সবমিলিয়ে স্বল্প দৈর্ঘ্যের ‘আলি’ কান উৎসবের মতো বিশ্বমঞ্চে তুলে ধরল বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement