Advertisement
Advertisement
Shah Rukh Rani Mukerji

ভাঙা হাতে রানির সঙ্গে রোম্যান্স শাহরুখের, ‘আমাদের অপূর্ণ ইচ্ছে…’ নস্ট্যালজিয়া উসকে ‘বড় ঘোষণা’ বাদশার

জাতীয় পুরস্কার জয়ের উদযাপনে শাহরুখ-রানির 'রিইউনিয়ন'।

Shah Rukh Khan's surprise reel with Rani Mukerji sends fans into nostalgia overdrive
Published by: Sandipta Bhanja
  • Posted:September 2, 2025 9:36 am
  • Updated:September 2, 2025 9:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজলের পাশাপাশি শাহরুখ খানের ফিল্মি কেরিয়ারের অন্যতম ‘হিট নায়িকা’ রানি মুখোপাধ্যায়। একসময় বলিউডে শাহরুখ-রানি মানেই সিনেমা সুপারহিট। শুরুটা হয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে। পরবর্তীতে ‘চলতে চলতে’, ‘বীর-জারা’, ‘কভি আলবিদা না কহেনা’র মতো একাধিক ছবিতে রোম্যান্টিক জুটি হিসেবে ব্লকবাস্টার পারফরম্যান্স উপহার দিয়েছেন তাঁরা। কিং খানের ‘কভি খুশি কভি গম’ ছবিতেও ক্যামিও চরিত্রে ছিলেন রানি মুখোপাধ্যায়। খবর, শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’-এও সুহানা খানের মায়ের চরিত্রে রয়েছেন রানি। এবার প্রায় দু’ দশক বাদে একফ্রেমে সেই হিট জুটি। আর শুধু একফ্রেমে ধরাই দিলেন না, নাচে-রোম্যান্সে উসকে দিলেন নস্ট্যালজিয়া।

Advertisement

ভাঙা হাতেই রানির সঙ্গে ‘তু পহেলি, তু আখরি’ গানে রোম্যান্স করতে দেখা গেল কিং খানকে। আর সেই ভিডিও শেয়ার করেই কিং খানের কেতাদুরস্ত ক্যাপশন। বাদশা লিখেছেন- ‘জাতীয় পুরস্কার… আমাদের দু’জনের অপূর্ণ ইচ্ছে পূর্ণ হল। শুভেচ্ছা রানি। তুমি আদতেই রানি, আজীবনের জন্য ভালবাসা রইল।’ তা আচমকাই দু’দশক বাদে তারকাজুটির পুনর্মিলনের নেপথ্যে কোন অভিসন্ধি? আসলে বাদশাপুত্র আরিয়ান খানের ডেবিউ সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর প্রচারের স্বার্থেই শাহরুখের সঙ্গে রানির এহেন রোম্যান্টিক পারফরম্যান্স। আরিয়ান পরিচালিত সিরিজের সদ্য মুক্তিপ্রাপ্ত গানে নাচতে দেখা গেল তাঁদের। এটাই তো প্রকৃত বন্ধুত্ব। বন্ধু শাহরুখের ছেলে যখন বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন, তখন সেই সিরিজকে ‘হিট করতে’ প্রচারে অংশ নিলেন রানিও।

প্রসঙ্গত, ‘জওয়ান’-এ অভিনয়ের সুবাদে এই প্রথমবার জাতীয় পুরস্কারের স্বাদ পেলেন শাহরুখ খান। ৭১তম জাতীয় পুরস্কারজয়ীর তালিকায় নাম রয়েছে রানি মুখোপাধ্যায়েরও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য পুরস্কৃত হচ্ছেন অভিনেত্রী। গত আগস্ট মাসেই শাহরুখ-রানির জাতীয় পুরস্কার জয়ের আনন্দে একফ্রেমে দুই তারকার সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন গৌরী খান। শাহরুখপত্নীর সঙ্গেও তাঁর দারুণ সখ্যতা। এবার সেই আরিয়ানের সিরিজের প্রচারের পাশাপাশি জাতীয় পুরস্কারজয়ের উদযাপনেও মাতলেন বাদশা-রানি। আর সেই ব্লকবাস্টার মুহূর্ত দেখেই স্মৃতিরক সরণি বেয়ে নস্ট্যালজিয়ায় ভাসছেন অনুরাগীরা। কেউ রাহুল-টিনাকে আবারও পর্দায় দেখার ইচ্ছেপ্রকাশ করলেন। কেউ বা দুই তারকার অটুট বন্ধুত্বকে কুর্নিশ জানালেন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement